TRENDING:

Balcony In Monsoon: বর্ষায় বারান্দার অবস্থা খুব খারাপ? মেঝেতে শ্যাওলা? কয়েকটি উপায় মেনে চললেই ঝকঝকে হয়ে উঠবে সাধের ব্যালকনি

Last Updated:
অনেকের বারান্দাই ঢাকা নয়৷ সে ক্ষেত্রেই সমস্যার সৃষ্টি হয়৷ তাই চেষ্টা করুন খোলা বারান্দার বদলে ঢেকে রাখতে৷ যদি একান্তই খোলা বারান্দা পছন্দ করেন, তাহলে বর্ষার সময় অন্তত কিছুদিন বারান্দা ঢেকে দিন৷
advertisement
1/5
বর্ষায় বারান্দার মেঝেতে শ্যাওলা? কয়েকটি উপায় মানবেই ঝকঝকে হবে সাধের ব্যালকনি
বর্ষাতে সুন্দর করে বারান্দা সাজিয়েছেন৷ কিন্তু প্রবল বৃষ্টিতে সেই বারান্দার দফারফা হচ্ছে৷ চিন্তা নেই৷ কয়েকটা উপায় মানলেই কিন্তু ভরা বর্ষাতে এক পেয়ালা কাপের সঙ্গে বৃষ্টির মজা নিতে পারেন৷
advertisement
2/5
অনেকের বারান্দাই ঢাকা নয়৷ সে ক্ষেত্রেই সমস্যার সৃষ্টি হয়৷ তাই চেষ্টা করুন খোলা বারান্দার বদলে ঢেকে রাখতে৷ যদি একান্তই খোলা বারান্দা পছন্দ করেন, তাহলে বর্ষার সময় অন্তত কিছুদিন বারান্দা ঢেকে দিন৷
advertisement
3/5
বারান্দায় জলের ছিটে এসে সাধের গাছও নষ্ট হয়ে যেতে পারে৷ তাই বর্ষায় চেষ্টা করুন গাছগুলোকে টব সমেত ঘরে বা ড্রয়িংরুমে রেখে দিতে৷ এতে গাছ ভালও থাকবে, জলে মটি গুলে গিয়ে বারান্দা অপরিষ্কার হবে না৷
advertisement
4/5
অনেকেই সবুজ কৃত্রিম গালিচা দিয়ে ঢেকে দেয় বারান্দার মেঝে৷ কিন্তু তাতে বৃষ্টির ছাট এলে আরও নষ্ট হয়ে যায়৷ গালিচার ফাঁকে ফাঁকে শ্যাওলা জমতে পারে৷ তাই বর্ষাকালে এই ধরনের গালিচা না পেতে রাখারই চেষ্টা করুন৷ অনেকেই বারান্দায় বসার ব্যবস্থা করেন৷ এই সময় কাঠের চেয়ার একেবারেই না৷ বরং প্লাস্টিকের চেয়ার ব্যবহার করতে পারেন৷
advertisement
5/5
বর্ষাকালে জমা জল বেরোতে না পারলে কিন্তু খুব খারাপ অবস্থা হতে পারে৷ মেঝের অবস্থা ও ঘরের নান্দনিকতা দুই-ই খারাপ হতে বাধ্য৷ তাই চেষ্টা করুন বর্ষায় যেন নিকাশি ব্যবস্থা ঠিক থাকে৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Balcony In Monsoon: বর্ষায় বারান্দার অবস্থা খুব খারাপ? মেঝেতে শ্যাওলা? কয়েকটি উপায় মেনে চললেই ঝকঝকে হয়ে উঠবে সাধের ব্যালকনি
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল