TRENDING:

Snake: বর্ষাতেই গর্ত থেকে বেরিয়ে আসে সাপ! এই ছোট্ট ছোট্ট কালো দানাই বিষধরদের কাল, সাপ তাড়ানোর ‘ব্রহ্মাস্ত্র’ রেখে দিন বাড়িতে

Last Updated:
How to keep snakes away: প্রচুর মানুষ আজও ঐতিহ্যবাহী এবং প্রাকৃতিক উপায়ের সাহায্য নিয়ে থাকেন সাপ তাড়ানোর জন‍্য। এমনই একটি সহজ উপায়ের সন্ধান রইল এই প্রতিবেদনে।
advertisement
1/8
বর্ষাতেই বেরোয় গর্ত থেকে...এই ছোট্ট ছোট্ট কালো দানাই সাপ তাড়ানোর ব্রহ্মাস্ত্র
বর্ষার মরশুম এলেই বেড়ে যায় সাপখোপ, পোকামাকড়দের উপদ্রব। বিশেষত বর্ষাকালে ভারতে প্রচুর মানুষের মৃত‍্যুর কারণ হয়ে দাঁড়ায় সাপের কামড়। বাড়ির আনাচে কানাচে, রাস্তার ধারে যখন তখন দেখা মেলে বিষধরদের।
advertisement
2/8
বিষাক্ত সাপের আনাগোনা বেড়ে যাওয়ায় রাস্তাঘাটেই ঝোপেঝাড়ের আড়ালে লুকিয়ে থাকে বিপদ। অনেক সময় দেখা যায় বাড়ির মধ‍্যেও ঢুকে এসেছে সাপ।
advertisement
3/8
কারণ বৃষ্টির জলে সাপের বাসস্থান বা গর্তের মুখ‍ বন্ধ হয়ে যায়। ফলে বাসস্থানের সন্ধানে শুকনো জায়গা খুঁজতে থাকে বিষধরেরা। কিন্তু সাপকে এই সময় বাড়ি থেকে দূরে রাখা যাবে কীভাবে?
advertisement
4/8
সাপকে দূরে রাখার বেশ কয়েকটি ঘরোয়া উপায় রয়েছে। পাহাড়ের প্রচুর মানুষ আজও ঐতিহ্যবাহী এবং প্রাকৃতিক উপায়ের সাহায্য নিয়ে থাকেন সাপ তাড়ানোর জন‍্য। এমনই একটি সহজ উপায়ের সন্ধান রইল এই প্রতিবেদনে।
advertisement
5/8
সাপ তাড়াতে মহৌষধের মতো কাজ করে কালো তিল। কালো তিল বেশিরভাগ জনের বাড়িতেই রয়েছে। রান্না-সহ বিভিন্ন কাজে ব‍্যবহার করা হয় কালো তিল। সাপ তাড়াতে কীভাবে ব‍্যবহার করবেন কালো তিল?
advertisement
6/8
কালো তিল আগুনে ফেলে জ্বালালে যে ধোঁয়া বের হয়, তা সাপকে দূরে তাড়াতে খুবই কার্যকর। তিলে থাকা প্রাকৃতিক তেল এবং এর তীব্র গন্ধ সাপের ঘ্রাণশক্তির উপর প্রভাব ফেলে। যার ফলে তারা সেখানে থাকতে পারে না এবং নিজে থেকেই পালিয়ে যায়।
advertisement
7/8
বাড়ির দরজা, জানালা-সহ আশপাশে বাড়ির চার কোণে একটি মাটির পাত্রে আগুন জ্বালিয়ে তাতে কালো তিল ফেলে দিন। গোবরের সঙ্গে জ্বালালে আরও ভাল কার্যকর হবে।
advertisement
8/8
সাপ তাড়ানোর মোক্ষম দাওয়াই হলেও এই ধোঁয়া শুধু সাপ নয়, পোকামাকড় তাড়াতেও অত‍্যন্ত কার্যকরী। বর্ষার ক্ষতিকারক পোকামাকড়কে দূরে রাখে কালো তিলের ধোঁয়া। প্রাকৃতিক ধোঁয়া হওয়ায় এটি শরীরের কোনও ক্ষতিও করে না। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Snake: বর্ষাতেই গর্ত থেকে বেরিয়ে আসে সাপ! এই ছোট্ট ছোট্ট কালো দানাই বিষধরদের কাল, সাপ তাড়ানোর ‘ব্রহ্মাস্ত্র’ রেখে দিন বাড়িতে
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল