Hair fall: অল্প বয়সেই পাকা চুল? নাছোড়বান্দা খুশকি! চুল ঝরে পড়া বন্ধ হবে এই ঘরোয়া ‘ম্যাজিক টোটকায়’!
- Reported by:RANJAN CHANDA
- hyperlocal
Last Updated:
শীত পড়তেই খুশকির সমস্যা? আপনার কি চুল ঝরে পড়ে যাচ্ছে?
advertisement
1/7

শীতকালে শরীরচর্চা অনেকেই করেন। কিন্তু শীতে করতে হবে চুলের চর্চাও। শীত পড়তেই খুশকির সমস্যা? আপনার কি চুল ঝরে পড়ে যাচ্ছে? এছাড়াও অকালে আপনার কি চুল পেকে যাচ্ছে? ঘরোয়া টোটকাতেই মিলবে সমাধান। দেরি না করে জেনে নিন সমাধান।
advertisement
2/7
ঘরোয়া উপায়ে মিলবে সব সমস্যার সমাধান।শীতে ত্বকের শুষ্কতার পাশাপাশি সমস্যায় হয় চুলের। শীতের জানান দেওয়া মানেই ত্বক শুষ্ক হওয়ার মরশুম শুরু। মাথার ত্বকও এই ক্ষতির হাত থেকে বাঁচে না। শীতকালে মাথার ত্বকের এই শুকিয়ে যাওয়ার কারণে খুশকির হানা প্রবল ভাবে বাড়ে।
advertisement
3/7
শীতকাল মানেই পার্টি আর পিকনিকের মরশুম। আর পার্টি-পিকনিক মানেই তো ফ্যাশন। কিন্তু খোঁপা হোক কিংবা খোলা চুলের ফ্যাশন, কোনওটাই জমবে না চুলের সঠিক যত্ন না নিলে। এমনিতেই শীতকালে চুল পড়ার সমস্যায় কম বেশি সকলেই ভোগেন। এই সব সমস্যা থেকে সমাধানের উপায় বললেন বিউটিশিয়ান মলি হড়।
advertisement
4/7
মেথি, তেজপাতা, লবঙ্গ, সামান্য শ্যাম্পু, লেবু-সহ ঘরের ব্যবহৃত এইসব সামগ্রী দিয়ে বাড়িতেই বানিয়ে ফেলুন চুল ভাল রাখার উপাদান। সপ্তাহে দুবার করলেই সুস্থ থাকা যাবে চুলের সমস্যা থেকে।
advertisement
5/7
নিয়মিত যত্ন নিলেও আবহাওয়ার কারণেই চুলের আগা ফেটে যাওয়া, পড়ে যাওয়ার মতনানা সমস্যা বর্ষার মতই এই মরশুমেও বাড়ে।
advertisement
6/7
এছাড়াও অকালে চুল পেকে যাওয়ার সমস্যাও অনেকের রয়েছে, তবে সমস্যা খুব বড় আকার না নিলে ঘরোয়া কিছু উপায়ে এরপ্রতিরোধ করাই যায়।
advertisement
7/7
খুব কঠিন পদ্ধতিও নয়, কষ্টলভ্য উপাদানও নয়, এমন কিছু দিয়ে এই ঘরোয় যত্নটুকু সারাই যায়। ঘরোয়া উপাদান দিয়ে সমাধান করা যাবে সমস্যা।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Hair fall: অল্প বয়সেই পাকা চুল? নাছোড়বান্দা খুশকি! চুল ঝরে পড়া বন্ধ হবে এই ঘরোয়া ‘ম্যাজিক টোটকায়’!