Beauty Tips: সুন্দর চকচকে ত্বক, টুকটুকে লাল ঠোঁট! সকলের নজরে আপনি সেরার সেরা! ৫টি টিপস মানলে আপনিই হিরোইন
- Reported by:Piya Gupta
- hyperlocal
- Published by:Pooja Basu
Last Updated:
নিজেকে আকর্ষণীয় করে তুলতে মেনে চলতে হবে এ কিছু কিছু টিপস৷
advertisement
1/6

অন্যের সামনে নিজেকে আকর্ষণীয় করে তুলতে সকালেই চায়। তবে কিভাবে অন্যের কাছে নিজেকে আকর্ষণীয় করে তুলবেন জানেন কি? এ ব্যাপারে বিউটি এক্সপার্ট সঙ্গীতা গুহুর রায় জানান,বর্তমানে নিজের ব্যক্তিত্ব ধরে রাখতে এবং নিজেকে আকর্ষণীয় করে তুলতে মেনে চলতে হবে এ কিছু কিছু টিপস৷ (পিয়া গুপ্তা)
advertisement
2/6
১) হাসিখুশি থাকুন: সবসময় হাসিখুশি থাকুন। আপনি নিজের দুর্বলতা কখনোই অন্যকে দেখাবেন না।২) নিজেকে জানুন: অন্যকে বোঝার আগে নিজেকে জানুন। মানুষ হিসেবে সৎ ,কর্মঠ এবং পরিশ্রমী হয়ে উঠুন। এতে নিজের প্রতি ভালোবাসা সৃষ্টির পাশাপাশি আত্মবিশ্বাস বাড়বে বহুগুণ।
advertisement
3/6
৩) নিয়মিত শরীর চর্চা করুন এবং সুষম আহার গ্রহণ করুন: নিজেকে আকর্ষণীয় করে তুলতে প্রতিদিন নিয়মিত শরীরচর্চা করুন এবং সবসময় সুষম খাবার খান।
advertisement
4/6
৪) সব সময় মাথা উঁচু করে বাঁচুন: অন্যের সঙ্গে চোখের চোখ মিলিয়ে কথা বলুন এবং নিজেকে সর্বদা উচ্চস্থানে রেখে চলুন। এছাড়া হত দরিদ্র মানুষ এবং অসহায় মানুষদের প্রতি সব সময় সদয় আচরণ করুন।
advertisement
5/6
৫) চিন্তার ছাপ ঝেড়ে ফেলুন: নির্ঘুম রাতের ছাপ যদি পরে চেহারায় তাহলে কিন্তু মুশকিল। চোখ বসে গেলে চোখের নিচে কালি পড়বে কিংবা কারো মধ্যে প্রাণোচ্ছলতা না থাকলে তাকে কিন্তু একেবারেই আকর্ষণীয় দেখায় না।
advertisement
6/6
৬) অন্যদের প্রশংসা করতে শিখুন এবং ইতিবাচক চিন্তা করে: আপনি যখন ইতিবাচক চিন্তা করবেন তখন তা আপনার বাহ্যিক সৌন্দর্যকে প্রতিফলিত করবে। তাই সব সময় ইতিবাচক চিন্তা করুন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Beauty Tips: সুন্দর চকচকে ত্বক, টুকটুকে লাল ঠোঁট! সকলের নজরে আপনি সেরার সেরা! ৫টি টিপস মানলে আপনিই হিরোইন