বলুন তো, ৫০০ গ্রাম ময়দায় ক'টা লুচি হবে? অনেক পাকা রাঁধুনিই জানেন না...! লুচির 'সিক্রেট' এখানেই
- Published by:Tias Banerjee
- news18 bangla
Last Updated:
Luchi: ৫০০ গ্রাম ময়দায় ক'টা লুচি হয়? বহু লুচিপ্রেমীই উত্তর দিতে গিয়ে হিমসিম খাবেন। কিন্তু লুচির এই সিক্রেট না জানলে আপনারই লজ্জা হওয়া উচিত, এখনই জেনে নিন।
advertisement
1/8

লুচি—বাংলার ঐতিহ্যবাহী একটি খাবার, যা প্রায় প্রতিটি উৎসব-অনুষ্ঠানে থাকা চাই-ই চাই। কিন্তু ৫০০ গ্রাম ময়দায় ঠিক কতটি লুচি হতে পারে, তা জানেন? শুনলে অবাক হবেন, অনেক অভিজ্ঞ রাঁধুনিরও এই বিষয়ে স্পষ্ট ধারণা নেই!
advertisement
2/8
আর একটা লুচি দিই? জিজ্ঞেস করলে কোনও বাঙালি আজ অবধি না বলতে পারেননি। পেট পুরে লুচি খাওয়া আমাদের আনন্দের অংশ হয়ে গিয়েছে। উৎসব পার্বণ থেকে শুরু করে ঘরোয়া অনুষ্ঠান, লুচির গন্ধে ম ম করে ঘরবাড়ি।
advertisement
3/8
লুচির সঙ্গে আলুরদম, মাংস, পায়েস, সাদা আলুর তরকারি--- এক একজনের পছন্দ এক এক। কিন্তু লুচি ভাল বাসেন না এমন মানুষ পাওয়া ভার! আপনার কী পছন্দ লুচির সঙ্গে? ক'টা লুচি খেতে পারেন একসঙ্গে? অবশ্যই জানাবেন। তবে তার আগে বলুন দেখি, কত ময়দায় কত লুচি হয়?
advertisement
4/8
লুচির সংখ্যা নির্ভর করে কী কী বিষয়ে? - লুচির আকার - মোটা না পাতলা করা হচ্ছে - ময়দার গুণমান ও জল ব্যবহারের পরিমাণ
advertisement
5/8
সাধারণত লুচিপ্রেমীরা ফুলকো লুচি পছন্দ করেন। যেগুলোর আকার মাঝারি থেকে ছোটর দিকে হয়। সেক্ষেত্রে ৫০০ গ্রাম ময়দায় ২৫-৩০টা লুচি হতে পারে।
advertisement
6/8
আর যদি বড় মোটা লেচি করেন, তবে ৫০০ গ্রাম ময়দা দিয়ে ১৫-২০টা লুচি হবে। যদি প্রতিটির ওজন গড়ে ১৫-২০ গ্রাম ধরা হবে সেক্ষত্রে।
advertisement
7/8
সহজ হিসেব হল, যদি পাতলা ও ছোট লুচি করা হয়, তাহলে সংখ্যা বাড়তে পারে, আবার বড় বা একটু মোটা লুচি করলে সংখ্যা কমবে।
advertisement
8/8
রাঁধুনির দক্ষতা ও পরিমাপের ওপর নির্ভর করেই ঠিক হবে, ৫০০ গ্রাম ময়দায় কতগুলি লুচি হবে। আপনি কি আগে কখনও হিসাব করে দেখেছেন?
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
বলুন তো, ৫০০ গ্রাম ময়দায় ক'টা লুচি হবে? অনেক পাকা রাঁধুনিই জানেন না...! লুচির 'সিক্রেট' এখানেই