TRENDING:

জিন্সের প্যান্ট কতদিন পর পর ধোয়া উচিত জানেন? উত্তর শুনলে চোখ কপালে উঠবে! আসল সত্যি জানলে হবেন আরও আশ্চর্য!

Last Updated:
সঠিক ও নির্ভুল কোনটি? কতদিন পর জিন্স প্যান্ট ধোয়া উচিত? না জানলে জেনে নিন এই বেলা। নাহলে কিন্তু নিজের স্বাস্থ্যেরও ক্ষতি করে ফেলবেন।
advertisement
1/13
জিন্সের প্যান্ট কতদিন পর পর ধোয়া উচিত জানেন? উত্তর শুনলে চোখ কপালে উঠবে!
নারী-পুরুষ নির্বিশেষে সকলেই কমবেশি জিন্স বা ডেনিমের প্যান্ট পরে থাকেন। আরামদায়ক ও টেকসই হওয়ার কারণে বিশ্বব্যাপী এই পোশাকের বা বিশেষ ধরণের প্যান্টের জনপ্রিয়তা বেশি।
advertisement
2/13
তবে আপনি কি জানেন, আপনার অতি প্রিয় জিন্সটি কাচার ক্ষেত্রে আপনি একটি বিরাট ভুল করে বসছেন না তো? জানা আছে কি পছন্দের ডেনিমের প্যান্ট কতদিন পরপর পরিষ্কার করা বা ধোয়া উচিত? অজান্তে বড় ভুল তো করছেন না?
advertisement
3/13
দেখা যায়, অনেকে এই প্যান্ট হয়তো সপ্তাহে ৩-৪ দিন আবার অনেকে একদিন জিন্সের প্যান্ট পরিষ্কার করেন। তবে সপ্তাহে একবার জিন্স ধোয়া কি আদৌ ঠিক?
advertisement
4/13
২০১৭ সালে কানাডার আলবের্তা বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় জানা যায়, সপ্তাহে তো নয়-ই এমনকি মাসেও একবার জিন্স ধোয়া উচিত নয় এই প্যান্ট। কারণ এতে ডেনিমের প্যান্টের আয়ু কমতে থাকে।
advertisement
5/13
গবেষকদের তথ্যমতে, টানা ১৫ মাস ব্যবহারের পরেও অন্য জামা-কাপড়ের তুলনায় জিন্সে ব্যাকটেরিয়া বা জীবাণুর প্রবেশ ঘটে কম পরিসরে। শুকনো আবহাওয়ায় একটি প্যান্ট যদি ১৫ মাস পরলে, আর্দ্র আবহাওয়ায় সেটি ৮-৯ মাস পরলেও কোনো সমস্যা হবে না।
advertisement
6/13
গবেষকদের তথ্যমতে, টানা ১৫ মাস ব্যবহারের পরেও অন্য জামা-কাপড়ের তুলনায় জিন্সে ব্যাকটেরিয়া বা জীবাণুর প্রবেশ ঘটে কম পরিসরে। শুকনো আবহাওয়ায় একটি প্যান্ট যদি ১৫ মাস পরলে, আর্দ্র আবহাওয়ায় সেটি ৮-৯ মাস পরলেও কোনো সমস্যা হবে না।
advertisement
7/13
সঠিক ও নির্ভুল কোনটি? কতদিন পর জিন্স প্যান্ট ধোয়া উচিত? না জানলে জেনে নিন এই বেলা। নাহলে কিন্তু নিজের স্বাস্থ্যেরও ক্ষতি করে ফেলবেন।
advertisement
8/13
কানাডার আলবের্তা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা আরও জানান, ডেনিম কাপড়ের কারণে সাধারণ কিছু ত্বকের সমস্যা ছাড়া অন্য কোনো ধরনের জীবাণু এতে বেশি পরিমাণে বাড়তে পারে না। তবে প্যান্টটি একেবারেই নোংরা হয়ে গেলে সেক্ষেত্রে ধুতে পারেন। তাও অন্তত ১০ বার পরার পর ডেনিমের প্যান্ট ধোয়া উচিত।
advertisement
9/13
গবেষকদের তথ্যমতে, টানা ১৫ মাস ব্যবহারের পরেও অন্য জামা-কাপড়ের তুলনায় জিন্সে ব্যাকটেরিয়া বা জীবাণুর প্রবেশ ঘটে কম পরিসরে। শুকনো আবহাওয়ায় একটি প্যান্ট যদি ১৫ মাস পরলে, আর্দ্র আবহাওয়ায় সেটি ৮-৯ মাস পরলেও কোনো সমস্যা হবে না।
advertisement
10/13
কানাডার আলবের্তা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা আরও জানান, ডেনিম কাপড়ের কারণে সাধারণ কিছু ত্বকের সমস্যা ছাড়া অন্য কোনো ধরনের জীবাণু এতে বেশি পরিমাণে বাড়তে পারে না। তবে প্যান্টটি একেবারেই নোংরা হয়ে গেলে সেক্ষেত্রে ধুতে পারেন। তাও অন্তত ১০ বার পরার পর ডেনিমের প্যান্ট ধোয়া উচিত।
advertisement
11/13
কানাডার আলবের্তা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা আরও জানান, ডেনিম কাপড়ের কারণে সাধারণ কিছু ত্বকের সমস্যা ছাড়া অন্য কোনো ধরনের জীবাণু এতে বেশি পরিমাণে বাড়তে পারে না। তবে প্যান্টটি একেবারেই নোংরা হয়ে গেলে সেক্ষেত্রে ধুতে পারেন। তাও অন্তত ১০ বার পরার পর ডেনিমের প্যান্ট ধোয়া উচিত।
advertisement
12/13
শুধু তাই নয়, ঠিক যত্ন নিতে, জিন্সের প্যান্টটি ব্যবহারের পর এক জায়গায় দলা পাকিয়ে না রেখে বরং রোদে বা বারান্দায় দড়িতে মেলে রাখা উচিত। জিন্সের মধ্যে যাতে হাওয়া-বাতাস ঢুকতে পারে।
advertisement
13/13
এছাড়া যখন এই প্যান্ট পরিষ্কার করবেন; তখন অবশ্যই ঠান্ডা জল ব্যবহার করবেন। গরম জল দিয়ে ধুলে প্যান্টের রং হালকা হয়ে যাবে। এই কয়েকটি নিয়ম মানলে জিনস অক্ষত থাকবে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
জিন্সের প্যান্ট কতদিন পর পর ধোয়া উচিত জানেন? উত্তর শুনলে চোখ কপালে উঠবে! আসল সত্যি জানলে হবেন আরও আশ্চর্য!
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল