- Published by:Aryama Das
- news18 bangla
Last Updated:
Healthy Lifestyle : নারী পুরুষ বৈবাহিক জীবন সুখের হয়ে ওঠে মানসিক ও শারীরিক মিলনে। সেক্ষেত্রে দু-পক্ষের সুস্থতা একটি বড় জায়গা
advertisement
1/5

নারী পুরুষ বৈবাহিক জীবন সুখের হয়ে ওঠে মানসিক ও শারীরিক মিলনে। সেক্ষেত্রে দু-পক্ষের সুস্থতা একটি বড় জায়গা রাখে। অনেক্ষত্রেই ছোট-বড় সমস্যাকে জড়িয়ে বাড়তে থাকে দূরত্ব। হয়তো সময় থাকতে যত্নবান হলে সেই সমস্যার সমাধান করে জীবনে ও যাপনে আনা যায় বৈচিত্র। রোম্যান্সে ভরে যায় জীবন।
advertisement
2/5
পর্ণগ্রাফিতে দেখানো হয়েছে ৩০মিনিট থেকে ৬০মিনিট অবধি সঙ্গম দেখানো হয়েছে। শেষ শটের পরে, বিশ্রাম নেন অভিনেতারা। তাছাড়া সিনেমাগুলি ঘন্টার পর ঘন্টা শ্যুট করা হয় এবং স্পষ্টতই এডিটিং চলে না বললেই চলে। এছাড়াও, বেশিরভাগ পর্নো তারকারা ওষুধ খান। সুতরাং এটি কখনই একটি বৈধ তুলনা নয়।
advertisement
3/5
বাস্তব জীবনে চেষ্টা করে অনেক ইয়ং জেনেরেশনই। কিন্তু বাস্তবে তা সম্ভবপর নয় কখনই।
advertisement
4/5
আমেরিকায় সঙ্গমের মোট সময় গড়ে ১৩মিনিট ধরা হয়। ভারতে তা গড়ে ৭ মিনিট।
advertisement
5/5
NHSLS সার্ভে বলে, ভারতের ক্ষেত্রে গড় বীর্যপাতের সময় সর্বনিম্ন। এখানে গড় বীর্যপাতের সময় ৭ মিনিটের কম। ৩০-৩৯ বছর বয়সী ৩২ শতাংশ পুরুষ, ৪০-৪৯ বছর বয়সী ২৮ শতাংশ এবং ৫০-৫৯ বছর বয়সী ৩১ শতাংশ অকাল বীর্যপাতের অভিযোগ করেছেন।