Healthy Lifestyle || বিয়ের পরেই দাম্পত্য যৌনতায় ভাটা? মিলনের সময় মাথায় রাখুন এই ৫ টোটকা
- Published by:Aryama Das
- news18 bangla
Last Updated:
Healthy Lifestyle : দাম্পত্যে যৌনতা ঠিক কী কী উপকার করে, জেনে নিন
advertisement
1/6

বিয়ের পরেই যৌনতাময় জীবন হওয়ার কথা। তবে নতুন সংসার, নতুন জায়গা, নতুন লোকজন বুঝে উঠতে উঠতেই নতুন মানুষকে চেনা অসম্ভব হয়ে ওঠে। যৌনজীবনে ঘটে ব্য়াঘাত। কিন্তু জীবন শুরুর সময় সবকিছুর সঙ্গে প্রেম এবং যৌনজীবন সঠিক রাখা প্রয়োজন। দাম্পত্য়ে যৌনতা ঠিক কী কী উপকার করে, জেনে নিন
advertisement
2/6
ভীষণ ভাবে মানসিক চাপ কমায় যৌনতা। দাম্পত্য়ের প্রেম রক্ত সঞ্চালন বাড়ায়, খুশি হরমোন বেড়ে যায়।
advertisement
3/6
দুজন মানুষের মধ্য়ে প্রেমের গভীরতা বাড়ে অনেক বেশি। প্রতিটা সম্পর্কের ভিত তৈরি হয় প্রথম এই কয়েকটা দিনেই। তাই সম্পর্ক মজবুত করা প্রয়োজন এখনই।
advertisement
4/6
দুজনে মিলে সব কাজ ভাগ করে নিয়ে সামলানোর ক্ষমতা তৈরি হয়। যে দাম্পত্য়ে যুগল ঘন ঘন মিলনে আবদ্ধ হয়, তাঁরা দুজন-দুজনের দায়িত্ব বোঝে খুব সহযেই।
advertisement
5/6
সম্পর্কে আত্মবিশ্বাস বাড়ে যুগলের মধ্য়ে। আপনি আপনার সঙ্গীর কাছে তাঁর চাওয়া, পছন্দ এবং প্রশংসা নিয়ে কথা বললে আপনার আত্মবিশ্বাস তত বাড়বে।
advertisement
6/6
একটা সুখী-দাম্পত্য়ের মডেল তৈরি হবে। আপনার সন্তান বাবা-মার সুখী দাম্পত্য় দেখে সুস্থ জীবনযাপন করতে সক্ষম হবে। (এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Healthy Lifestyle || বিয়ের পরেই দাম্পত্য যৌনতায় ভাটা? মিলনের সময় মাথায় রাখুন এই ৫ টোটকা