TRENDING:

Honeymoon Travel: হানিমুন-প্রেম জমে উঠবে এই জায়গায়! সস্তায় ঘুরে আসুন দার্জিলিংয়ের খুব কাছের এই গ্রাম থেকে!

Last Updated:
Honeymoon Travel: হানিমুনে কোথায় যাবেন ভাবছেন? জেনে নিন এই জায়গার খোঁজ! মন ভরে যাবে, জমবে ভালবাসা!
advertisement
1/6
হানিমুন-প্রেম জমে উঠবে এই জায়গায়! সস্তায় ঘুরে আসুন দার্জিলিংয়ের খুব কাছের এই গ্রাম থেকে!
পাহাড় জঙ্গলে ঘেরা ছোট্ট এই গ্রামে কাটিয়ে আসুন কটা দিন । যেটি রয়েছে দার্জিলিং জেলাতেই। দার্জিলিং শহর থেকে ৩০ মিনিট দূরেই অবস্থিত। সেই গ্রামের গা বেয়েই চলে গিয়েছে রঙ্গিত নদী। এই ছোট্ট গ্রামটির নাম রেলিং। বর্ষা হোক কিংবা ঠান্ডা, যে কোনও সময়েই এখানে যাওয়া যায়। আপনি যদি এখানে যান, তাহলে আপনার ভাল লাগবেই।
advertisement
2/6
রেলিংয়ে বেশ কিছু হোমস্টে রয়েছে। যেটি রঙ্গিত নদীর একেবারে ধারেই রয়েছে। চাইলেই আপনি আপনার ব্যালকনি বা বারান্দা থেকে নদীর সুন্দর রূপ উপভোগ করতে পারবেন। শুধু তাই নয়, যদি মনে করেন, নদীতে নামতে চান, তাও সম্ভব। অর্থাৎ একেবারে অন্য রকম পরিবেশে আপনি এখানে থাকতে পারবেন।
advertisement
3/6
এই বিজনবাড়ি দার্জিলিং থেকে বেশ কিছুটা নীচে, তাই এখানে যে খুব বেশ ঠান্ডা উপভোগ করতে পারবেন, তা একেবারেই আশা করবেন না। তবে প্রকৃতিক সৌন্দর্য আপনার মন ছুঁয়ে যাবে। সেই সঙ্গে রাতের সিকিমের টিমটিমে আলোও আপনার ভাল লাগতে বাধ্য। এখানেই আশে পাশে ঘোরার জায়গাও রয়েছে। সেখানেও আপনি যেতে পারেন।
advertisement
4/6
বিজনবাড়িতে বেশ কিছু হোমস্টে রয়েছে যেখানে সুইমিংপুলের সুবিধা রয়েছে। যদি আপনি মনে করেন কোথাও ঘুরতে যাবেন না, তাহলেও মনোরঞ্জনের ব্যবস্থা রয়েছে। সুইমিংপুল রয়েছে, যেখানে আপনি আপনার প্রিয় জনের সঙ্গে সময় কাটাতে পারবেন। শুধু তাই নয়, ওয়াটার স্পোর্টসও রয়েছে সেখানে। একেবারেই আপনি একঘেয়ে হবেন না।
advertisement
5/6
বিজনবাড়ি যেতে হলে আপনাকে শিলিগুড়ি থেকে রিজার্ভ গাড়িতে প্রায় সাড়ে তিন থেকে চার ঘণ্টা সময় লাগবে। যদি আপনি শেয়ার গাড়িতে সেখানে যাওয়ার পরিকল্পনা করেন, তাহলে প্রথমে শিলিগুড়ি জংশন স্টেশনে শেয়ার গাড়ি পেয়ে যাবেন। নইলে মিরিকে অথবা দার্জিলিংয়ে আসতে হবে। সেখান থেকে শেয়ার গাড়ি ধরে বিজনবাড়ি যাওয়ার ফের শেয়ার গাড়ি ধরতে হবে।
advertisement
6/6
যদি মনে করেন তাহলে আপনি একদিন দার্জিলিংও থাকতে পারেন। বাজেটের মধ্যেই আপনি হোটেল পেয়ে যাবেন। দার্জিলিংয়ের কাছে গিয়েও যদি সেখানে না যান, তাহলে হয়তো খুব ভুল হয়ে যাবে। তাই ফেরার সময় দার্জিলিংয়ে এক রাত থেকে পরের দিন আপনি বাড়ি ফেরার জন্য রওনা দিতে পারেন। হানিমুনের জন্য এক্কেবারে পারফেক্ট ট্যুর হতেই পারে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Honeymoon Travel: হানিমুন-প্রেম জমে উঠবে এই জায়গায়! সস্তায় ঘুরে আসুন দার্জিলিংয়ের খুব কাছের এই গ্রাম থেকে!
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল