Dark Circle Removel Tips: হাতের কাছেই 'ম্যাজিক' উপাদান! চোখের তলার কালি উবে যাবে নিমেষে, মুখ হবে নিটোল, সুন্দর!
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:Piya Gupta
Last Updated:
Skin Care Tips: এই দুটি পথ এর মধ্যে যেকোনো একটি আপনার চোখে তলায় ব্যবহার করলে চোখ থেকে নিমিষে মুছে যাবে কালো দাগ
advertisement
1/6

চোখের তলার কালো দাগ যেন আজকাল একটি সাধারণ সমস্যা । মানসিক চাপের জীবন এবং বিশ্রামের অভাবের কারণে প্রায় সময় চোখের নীচে কালো স্পট বেশিরভাগ মানুষকে সমস্যায় ফেলে৷ (পিয়া গুপ্তা)
advertisement
2/6
ডার্ক সার্কেলের কারণে আমাদের মুখ সবসময় ক্লান্ত ও নিস্তেজ দেখায় । যদিও এই সমস্যাটি আজকাল খুব সাধারণ ৷ তবে সবাই চায় তাদের ত্বক উজ্জ্বল থাকুক । ঘুমের অভাব এবং মানসিক চাপ ছাড়াও ধূমপান, খারাপ ডায়েট ইত্যাদি এর কিছু সাধারণ কারণ ।
advertisement
3/6
বাজারে অনেক বিউটি প্রোডাক্ট পাওয়া গেলেও সেই ভাবে ডার্ক সার্কেল দূর করতে কার্যকরী হয় না।এক্ষেত্রে দামি পণ্যের পেছনে টাকা খরচ করেও কোনও লাভ হয় না অনেকের । এক্ষেত্রে বিউটি এক্সপার্ট সঙ্গীতা গুহ রায় জানান,রান্নাঘর থেকে নেওয়া কফি দিয়ে ডার্ক সার্কেল সারাতে পারে ।
advertisement
4/6
আপনি কফি থেকে তৈরি প্যাক দিয়ে ডার্ক সার্কেল কমাতে পারেনকফি এবং ভিটামিন ই আই মাস্কএই প্যাকটি তৈরি করতে আপনার প্রয়োজন এক চামচ কফি, এক চামচ মধু এবং একটি ভিটামিন-ই ক্যাপসুল । একটি পাত্রে কফি এবং মধু যোগ করুন ৷ একটি পেস্ট তৈরি করতে এগুলি একসঙ্গে মিশিয়ে নিন । ভিটামিন-ই ক্যাপসুল কেটে এই মিশ্রণে মেশান । এই মাস্কটি ভাল করে চোখের নীচে লাগান । মাস্কটি প্রায় 10 মিনিটের জন্য শুকিয়ে নিন । শুকিয়ে গেলে ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন । সপ্তাহে অন্তত তিনবার এই প্যাকটি লাগান ।
advertisement
5/6
এছাড়াও কফি এবং অ্যাভোকাডো তেল মাস্ক প্রথমে একটি পাত্রে হাফ কাপ কফি ঢেলে দিন । এবার এতে বাদামের তেল দিন এবং ৪ থেকে ৫ দিন রেখে দিন । পাঁচ দিন পর, তেলটি ফিল্টার করুন এবং এতে এক টেবিল চামচ অ্যাভোকাডো তেল যোগ করুন । এই তেলটি ফিল্টার করে একটি ছোট কাচের পাত্রে রাখুন । ঘুমানোর আগে প্রতিদিন এই মিশ্রণটি লাগান ।
advertisement
6/6
এটি এক মাস পর্যন্ত রাখতে পারবেন ৷ এই দুটি পথ এর মধ্যে যেকোনো একটি আপনার চোখে তলায় ব্যবহার করলে চোখ থেকে নিমিষে মুছে যাবে কালো দাগ। তাই আর দেরি না করে কালো দাগ সারাতে আজই ব্যবহার করুন কফির এই প্যাকগুলি।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Dark Circle Removel Tips: হাতের কাছেই 'ম্যাজিক' উপাদান! চোখের তলার কালি উবে যাবে নিমেষে, মুখ হবে নিটোল, সুন্দর!