TRENDING:

Home Remedies of Soar Throat: আপনার ঘরেই আছে গলা ব্যথার ওষুধ! ব‍্যবহার করুন এইভাবে একদিনে মিলবে উপকার!

Last Updated:
হালকা হালকা শীত, শীত ভাব। ফ্যান অফ করলে লাগছে গরম, অন করলে ঠান্ডা ৷ কোন দিকে যাবেন, বোঝার আগেই গলা ব্যথা, জ্বর জ্বর ভাব। সঙ্গে কাশি।
advertisement
1/5
আপনার ঘরেই আছে গলা ব্যথার ওষুধ! ব‍্যবহার করুন এইভাবে একদিনে মিলবে উপকার!
.হালকা হালকা শীত, শীত ভাব। ফ্যান অফ করলে লাগছে গরম, অন করলে ঠান্ডা ৷ কোন দিকে যাবেন, বোঝার আগেই গলা ব্যথা, জ্বর জ্বর ভাব। সঙ্গে কাশি।
advertisement
2/5
এই সময়টাই সচেতন থাকতে হবে একটু। কিছু ঘরোয়া পদ্ধতি অনুসরণ করলেই, খুব সহজেই নিস্তার পেতে পারেন সিজন চেঞ্জের শরীর খারাপ থেকে।
advertisement
3/5
গোল মরিচ ও জল: ১কাপ গরম জলে আধা চা চামচ গোল মরিচ গুঁড়ো , ১চা চামচ মধু ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। তারপর হালকা গরম থাকতে পান করতে হবে।
advertisement
4/5
লবঙ্গঃ ১/২ টি লবঙ্গ মুখে দিয়ে রাখুন। নরম হয়ে আসলে এটিকে চিবোতে হবে চুইংগামের মত। চাইলে মুখে জল রেখেও এই কাজ করা যায়। খেয়ে ফেললেও ক্ষতি নেই।
advertisement
5/5
দারুচিনি চাঃ ঘরোয়া এই মসলা ঠান্ডা জনিত ব্যথা কমাতে সাহায্য করে।যা স্বাস্থ্যকর ও সংক্রমণরোধী। ১-২টি দারিচিনি টুকরো নিয়ে ১-২ কাপ জলে সিদ্ধ করে সেই জল পান করা যেতে পারে। আবার চায়ের সাথে মিশিয়েও খাওয়া যেতে পারে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Home Remedies of Soar Throat: আপনার ঘরেই আছে গলা ব্যথার ওষুধ! ব‍্যবহার করুন এইভাবে একদিনে মিলবে উপকার!
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল