Smelly Shoes: জুতো খুললেই দুর্গন্ধ? লজ্জায় পড়তে হয়? জানুন সহজ কয়েকটি সমাধান! মিনিটে পালাবে!
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
শীতকালেও জুতোতে বাজে গন্ধ হয়! হাতের কাছেই উপদান আছে যা দিয়ে সহজে দূর করা যাবে এই গন্ধ
advertisement
1/6

শুধুমাত্র গ্রীষ্ম কিংবা বর্ষাকাল নয় শীতেও জুতা খুললে পায়ের দুর্গন্ধে সমস্যায় পড়তে হয় অনেককে। মূলত ব্যাকটেরিয়া ও ঘামের সংস্পর্শে পায়ে দুর্গন্ধের সৃষ্টি হয়।
advertisement
2/6
অনেকের আবার বিভিন্ন শারীরিক সমস্যার জন্যে একটু বেশি ঘামেন। তবে এমন অনেক ঘরোয়া উপায় রয়েছে, যা এই সমস্যা থেকে মুক্তি দিতে পারে।
advertisement
3/6
সহজ উপায় পায়ের দুর্গন্ধ দূর করাতে বেকিং সোডা খুবই কার্যকরী। হালকা গরম জলে বেকিং সোডা মিশিয়ে নিন। ১৫ থেকে ২০ মিনিটের জন্য পা জলে ডুবিয়ে রাখুন। এই প্রতিকার কয়েক সপ্তাহ করলে উপকার পাওয়া যাবে।
advertisement
4/6
পায়ের দুর্গন্ধ দূর করতে পাতলা লেদারের বা কাপড়ের তৈরি জুতা পরুন। সুতি কাপড়ের তৈরি মোজা ব্যবহার করুন। যা বাতাস চলাচল সহজ করে।
advertisement
5/6
মোজায় বা জুতার মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল পাউডার দেওয়া যেতে পারে। ট্যালকম পাউডার, বোরিক অ্যাসিড বা দুর্গন্ধনাশক ব্যবহার করা যেতে পারে।
advertisement
6/6
জলে ভিনেগার মিশিয়ে পা ধুলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে। এছাড়া আদার রস পায়ে ঘষে এরপর হালকা গরম জল দিয়ে পা ধুতে পারেন। এর ফলেও পায়ের দুর্গন্ধ চলে যায়।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Smelly Shoes: জুতো খুললেই দুর্গন্ধ? লজ্জায় পড়তে হয়? জানুন সহজ কয়েকটি সমাধান! মিনিটে পালাবে!