TRENDING:

শীতের রুক্ষতায় ত্বক থাক কমনীয়! জেনে নিন এক দিনেই কোন ঘরোয়া পদ্ধতি ত্বকে জেল্লা আনবে

Last Updated:
নিয়মিত বেশি করে জল পান করার অভ্যেস গড়ে তুলুন
advertisement
1/7
শীতের রুক্ষতায় ত্বক থাক কমনীয়! এক দিনেই ঘরোয়া পদ্ধতিতে ত্বকের জেল্লা ফিরিয়ে আনুন
শিয়রে শীত। আর শীতের আগমন মানেই রুক্ষ ত্বক। ফাটা ঠোঁট, বিবর্ণ ত্বক থেকে শুরু করে নানা ধরনের সমস্যা। ঠাণ্ডার ভয়ে আমরা অনেক সময়েই গরম জলে স্নান করি। শুধু তাই নয়, অনেকেই এই সময়ে দেদার রোদ পোহান কিংবা আগুনের সামনে বসে থাকতে ভালোবাসেন। কিন্তু এতেই যে ত্বকের কতটা ক্ষতি হতে পারে, তা বোধহয় অনেকেরই অজানা। তবে আপনার রোজকার ত্বক পরিচর্যার রুটিনে বেশ কিছু অভ্যেস যোগ করলেই আপনি পেতে পারেন জেল্লাদার ও মোলায়েম ত্বক।
advertisement
2/7
বাইরে থেকে ত্বক পরিচর্যা করার আগে জরুরি ভিতর থেকে শরীরের যত্ন নেওয়া। শীতে শরীরে জলের চাহিদা বিশেষ থাকে না। তাই অনেকেই এই সময়ে জল খাওয়া কমিয়ে দেন। তার ফলে ত্বক রুক্ষ হয়ে পড়ে। তাই, সবার প্রথমে নিয়মিত বেশি করে জল পান করার অভ্যেস গড়ে তুলুন। দেখবেন, ত্বকের রুক্ষ্মভাব কেটে গিয়ে অনেকটাই সতেজ মনে হচ্ছে।
advertisement
3/7
অনেকেরই ঠাণ্ডায় ত্বক ফাটে। সেটা বন্ধ করতে যথাযথ পরিমাণ ময়েশ্চারাইজার ব্যবহার করুন। এতে ত্বকে তৈলাক্তভাব বজায়ও থাকে এবং ত্বকের রুক্ষ্মভাবটাও কেটে যায়। নারকেল তেল, অলিভ অয়েল, বাটার মিল্ক কিংবা নিদেনপক্ষে দুধের সর খুব ভালো ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে। দেখে নেওয়া যাক চটজলদি কিছু ঘরোয়া প্যাকের কথা।
advertisement
4/7
কেশর আর দুধের ফেসপ্যাক - ২ থেকে ৩টি কেশর নিয়ে ৩ থেকে ৪ চামচ ঠাণ্ডা দুধে সেগুলো মিশিয়ে ৩০ মিনিট রাখতে হবে। এ বার সেই দুধ মুখে মাখতে হবে। মুখ শুকিয়ে গেলে ফের বার দু'য়েক আবার মুখে দুধ লাগিয়ে নিতে হবে। এ বার ঘণ্টাখানেক এই মিশ্রণ মুখে মেখে রেখে দিতে হবে। ঠাণ্ডা জলে ধুয়ে ফেলে মুখ একটা তোয়ালে দিয়ে মুছতে হবে।
advertisement
5/7
চন্দন আর গোলাপের ফেস প্যাক - দুই টেবলস্পুন চন্দনগুঁড়ো, ৪ থেকে ৫ টেবলস্পুন ঠাণ্ডা গোলাপজলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটি গলায়, মুখে মেখে এক ঘণ্টা রাখুন। তার পর ঠাণ্ডা জলে ধুয়ে ফেলুন। গোলাপজল ত্বকের আর্দ্রতার মাত্রা নিয়ন্ত্রণে রাখে আর চন্দন ত্বকের রঙ উজ্জ্বল করে।
advertisement
6/7
পেঁপে-মধুর মাস্ক - পেঁপে চটকে নিয়ে দু'চামচ মধু মিশিয়ে মিশ্রণটি মুখে ঘণ্টা দু'য়েক রেখে দিন। তার পর সামান্য উষ্ণ জলে মুখ ধুয়ে ফেলুন। মধু ত্বককে হাইড্রেট করে। পেঁপে ত্বককে প্রাকৃতিক উপায়ে উজ্জ্বল করে।
advertisement
7/7
আমন্ড আর মিল্ক ক্রিম ফেস পাউডার - মিক্সিতে ৪ থেকে ৫টা আমন্ড পিষে নিন। এ বার ২ থেকে ৩ চামচ মিল্ক ক্রিমের সঙ্গে এটি মিশিয়ে নিন। দু' ঘণ্টা মুখে মেখে রাখুন। উষ্ণ জল দিয়ে ধুয়ে ফেলুন। ভিটামিন E সমৃদ্ধ এই মাস্ক ত্বককে হাইড্রেটেড রাখবে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
শীতের রুক্ষতায় ত্বক থাক কমনীয়! জেনে নিন এক দিনেই কোন ঘরোয়া পদ্ধতি ত্বকে জেল্লা আনবে
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল