TRENDING:

Holi 2025 Trip: জঙ্গলের মধ্যে নিভৃতে রাত্রিবাস! দোলের ছুটিতে সঙ্গী উদ্যাম রোম্যান্স! 'এটা'ই হোক দোলের ছুটির ঠিকানা

Last Updated:
Holi 2025 Trip: ছোটো ছোটো পাঁচটি ফ্যামিলি কর্টেজ, ৮ জনের থাকার মতো ডরমেটরি সঙ্গে স্থানীয়দের হাতে রান্না করা অতুলনীয় স্বাদের আহার।
advertisement
1/5
জঙ্গলের মধ্যে নিভৃতে রাত্রিবাস!দোলের ছুটিতে সঙ্গী উদ্যাম রোম্যান্স!'এটা'ই হোক দোলের ঠিকানা
*দোলের ছুটিতে চলে আসুন ময়ূরের ডাকে ঘুম ভাঙাতে নবসাজে সজ্জিত নেওড়া ভ্যালি জঙ্গল ক্যাম্প। জলপাইগুড়ি জেলার বনাঞ্চলগুলির মধ্যে অন্যতম এই নেওড়া ভ্যালি জঙ্গল ক্যাম্প, যা নাকি প্রকৃত অর্থে গভীর জঙ্গলের মাঝে অবস্থিত।
advertisement
2/5
*দীর্ঘ সময় কিছুটা অবহেলায় পরে থাকার পর জেলার বন বিভাগের আধিকারিক বিকাশ ভির উদ্যোগে ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট কর্পোরেশনের অর্থে এবং লাটাগুড়ি অঞ্চলের রেঞ্জার সঞ্জয় দত্তের পরিচালনায় দোলযাত্রার আগেই থাকা খাওয়া-সহ এক নতুন সাজে পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত।
advertisement
3/5
*ছোটো ছোটো পাঁচটি ফ্যামিলি কটেজ, ৮ জনের থাকার মতো ডরমেটরি সঙ্গে স্থানীয়দের হাতে রান্না করা অতুলনীয় স্বাদের আহার। নেওড়া জঙ্গল ক্যাম্প নতুন ভাবে আত্মপ্রকাশ প্রসঙ্গে রেঞ্জার সঞ্জয় দত্ত জানিয়েছেন, বিভাগীয় বনাধিকারিক বিকাশ ভি মূলত উদ্যোগ নিয়েছিলেন দীর্ঘ সময় ধরে কিছুটা অবহেলায় পরে থাকা পর্যটকদের কাছে আকর্ষণীয় এই ক্যাম্পটি। ওনার উদ্যোগে ফরেস্ট কর্পোরেশনের অর্থে সংস্কার করা হয়েছে এবং ইতিমধ্যেই পর্যটকেরা আসছেন সপরিবারে।
advertisement
4/5
*কলকাতা থেকে পরিবার নিয়ে দোলের ছুটি জঙ্গল ক্যাম্পে থেকে উপভোগ করতে আসা। পর্যটক বাণীব্রত পাল বলেন, খুবই সুন্দর পরিবেশ মিনিটে মিনিটে শুনতে পাচ্ছি ময়ূরের ডাক, এছাড়া এই জঙ্গল ক্যাম্পের কর্মীদের হাতে অতিসাধারণ কিন্তু স্বাদে পরিপূর্ণ খাবার, সব মিলিয়ে আমাদের এখানে আসা সার্থক।
advertisement
5/5
*লাটাগুড়ির ভূমিপুত্র তথা পরিবেশ আন্দোলনের কর্মী অনির্বাণ মজুমদার জানান, তাপস দাস যখন ডিএফও ছিলেন, সেই সময় এই নেওড়া ভ্যালি জঙ্গল ক্যাম্প তৈরি করা হয়েছে, তবে দীর্ঘ সময় ধরে অযত্নে পরে থাকার পর বর্তমান, ডিএফও এবং রেঞ্জার ওনাদের উদ্যোগে সংস্কার করার ফলে আমরা-সহ এই অঞ্চলে পর্যটন ব্যবসায় সঙ্গে যুক্ত বহু মানুষ খুশি হয়েছি। কারণ এই জঙ্গল ক্যাম্পটি একমাত্র যেটি সম্পূর্ণ ভাবে গভীর জঙ্গলে অবস্থিত।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Holi 2025 Trip: জঙ্গলের মধ্যে নিভৃতে রাত্রিবাস! দোলের ছুটিতে সঙ্গী উদ্যাম রোম্যান্স! 'এটা'ই হোক দোলের ছুটির ঠিকানা
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল