TRENDING:

Holi 2025 Trip: পলাশের আগুনে লাল! দোলে পুরুলিয়া প্ল্যান করছেন? 'এখানে' না গেলে বড় মিস

Last Updated:
Holi 2025 Trip: পুরুলিয়া মানেই অযোধ্যা পাহাড়। আর এই অযোধ্যা পাহাড় যাওয়ার পথে মিলবে সারি সারি পলাশ গাছ। বসন্তে লাল পলাশে মোড়া অযোধ্যার অপরূপ সৌন্দর্য দেখতে পাবেন নিশ্চিত।
advertisement
1/10
পলাশের আগুনে লাল! দোলে পুরুলিয়া প্ল্যান করছেন? 'এখানে' না গেলে বড় মিস
*দোলে পুরুলিয়া প্ল্যান করছেন? তাহলে ঘুরে দেখুন এই জায়গাগুলি, পলাশে ঘেরা পুরুলিয়ার সেরা ডেস্টিনেশনের তালিকা রইল...
advertisement
2/10
*পুরুলিয়া মানেই অযোধ্যা পাহাড়। আর এই অযোধ্যা পাহাড় যাওয়ার পথে মিলবে সারি সারি পলাশ গাছ। বসন্তে লাল পলাশে মোড়া অযোধ্যার অপরূপ সৌন্দর্য দেখতে পাবেন নিশ্চিত।
advertisement
3/10
পুরুলিয়া স্টেশন থেকে যে-কোনো ছোট গাড়িতে পৌঁছে যাওয়া যাবে অযোধ্যা। এছাড়াও পুরুলিয়া বাস স্ট্যান্ড থেকে রয়েছে বাসের ব্যবস্থাও। বাসে করে অযোধ্যা গেলে ‌হিলটপে পৌঁছে বুক করে নিতে হবে যে কোন ছোট গাড়ি।
advertisement
4/10
*অযোধ্যা পাহাড় পৌঁছে ঘুরে দেখুন বামনি ফলস, লোয়ার ড্যাম, মার্বেল লেক-সহ আরও অনেক কিছু।
advertisement
5/10
*প্ল্যানে রাখতে পারেন মরগুমা ড্যাম। ঝালদা স্টেশন থেকে যে কোন ছোট গাড়ি করে বা অটো ভাড়া করে পৌঁছে যাওয়া যেতে পারে এই ড্যামে।
advertisement
6/10
*বসন্তে অপরূপ সাজে সেজে থাকে এই মুরগুমা ড্যাম। এই ড্যামে যাওয়ার পথে লাল পলাশে ঘেরা রাস্তা দেখতে পাওয়া যায়, যা দেখে মন ভরে যাবে আপনার।
advertisement
7/10
*এই ড্যামের ধারে গড়ে উঠেছে ছোট-বড় হোম-স্টে, হোটেল, রিসোর্ট। যদিও পলাশ উৎসব বা দোল উৎসবের পুরোপুরি হাউজফুল রয়েছে সমস্ত জায়গা।
advertisement
8/10
*সূর্যোদয় ও সূর্যাস্তের জন্য বহু মানুষ ভিড় জমান বরন্তি জলাধারে। বড়ন্তি যাওয়ার পথে মিলবে পলাশ ফুলের দেখা। অপরূপ দৃশ্য দেখতে পাওয়া যাবে এখানে।
advertisement
9/10
*এখানে থাকার জন্য বেশ কিছু ব্যবস্থা থাকলেও বসন্তের এই উৎসবের সময় এই সমস্ত জায়গা ফাঁকা পাওয়া সম্ভব না। নেই বললেই চলে। তাই অগ্রিম বুকিং থাকলে তবেই এখানে আসুন। তবে ডে আউটিং প্ল্যান অতি অবশ্যই করতে পারেন এই জায়গায়।
advertisement
10/10
*বসন্তের হাতছানি প্রকৃতিতে। আকাশে বাতাসে পলাশ ফুলের সুভাষ। সুন্দরী পুরুলিয়া সেজে উঠেছে পলাশের সাজে। তাই দেরি না করে এই দোলের ঝট করে প্ল্যান করে ফেলুন সুন্দরী পুরুলিয়া। মন ভরে যাবে আপনার।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Holi 2025 Trip: পলাশের আগুনে লাল! দোলে পুরুলিয়া প্ল্যান করছেন? 'এখানে' না গেলে বড় মিস
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল