Holi 2024: রঙ খেলার আগে মুখে-গায়ে-হাতে এই জিনিস লাগানো মাস্ট! ত্বকের সৌন্দর্য থাকবে অটুট, আরও বাড়বে গ্লো
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Holi 2024: আবির মাখলে কোনও সমস্যা নেই। কিন্তু, রং মাখলে সেটা মুখ-হাত, চুল থেকে তুলতে নাজেহাল হতে হয়। সেইজন্য অনেকেই রং খেলতে ভয় পান।
advertisement
1/6

চলতি বছর ১৪ মার্চ দোল। তবে, দোলের দিন রং বা আবির মেখে ভূত না সাজলে যেন মজা অসম্পূর্ণ থেকে যায়।
advertisement
2/6
আবির মাখলে কোনও সমস্যা নেই। কিন্তু, রং মাখলে সেটা মুখ-হাত, চুল থেকে তুলতে নাজেহাল হতে হয়। সেইজন্য অনেকেই রং খেলতে ভয় পান।
advertisement
3/6
দোল খেলার পর রং ঠিকমতো তুলতে না পারলে ত্বক থেকে চুলের মারাত্মক ক্ষতি হতে পারে। তাই রং মাখার কিছুক্ষণ পরই সেটা তুলে নিতে হবে। ত্বক, চুল থেকে অবাধ্য রং তুলতে জেনে নিন কয়েকটি টিপস
advertisement
4/6
দোল খেলার আগেই বরোলিনের সঙ্গে সানস্ক্রিম বা ময়শ্চারাইজার মেখে নিন। তাহলে রং মাখলেও সেটা ত্বকের গভীরে যাবে না এবং সহজে তোলা যাবে।
advertisement
5/6
যে কোনও রং তুলতে কার্যকরী লেবুর রস এবং টম‍্যাটো। তাই দোল খেলার পর মুখে লেবুর রস বা টম‍্যাটো লাগান। অথবা দই, বেসন, হলুদ গুঁড়ো, অলিভ অয়েল ও লেবুর রস মিশিয়ে একটি প্যাক করুন। সেটা মুখ থেকে গোটা শরীরে লাগান। কিছুক্ষণ পর ভাল করে ধুয়ে নিলেই রং ধুয়ে যাবে
advertisement
6/6
রং চুলেরও ক্ষতি করে। তাই শ্যাম্পু করার আগে প্রথমে জল দিয়ে ভাল করে চুল ধুয়ে ফেলুন। তারপর অলিভ অয়েল, মধু ও লেবুর রস মিশিয়ে চুলে লাগিয়ে ৩০ মিনিট রাখুন। অথবা ডিমের কুসুমও মাথায় লাগাতে পারেন। তারপর শ্যাম্পু করে নিন। শ্যাম্পুর পর চুলে কন্ডিশনার দিতে ভুলবেন না( Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Holi 2024: রঙ খেলার আগে মুখে-গায়ে-হাতে এই জিনিস লাগানো মাস্ট! ত্বকের সৌন্দর্য থাকবে অটুট, আরও বাড়বে গ্লো