Holi 2024: দোলের ছুটিতে ২৫০ টাকায় থাকুন ডুয়ার্সের এই অফবিট স্পটে, সৌন্দর্যে মোহিত হবেন
- Reported by:SUROJIT DEY
- hyperlocal
- Published by:Shubhagata Dey
Last Updated:
Holi 2024: দোলের লম্বা ছুটিতে শহরের কোলাহল থেকে বেড়িয়ে প্রকৃতির স্পর্শে মিলিয়ে যেতে ইচ্ছে করছে। মাসের শেষে পকেটে টান, মুশকিল আসান মাত্র ২৫০ টাকায়।
advertisement
1/8

*আর ক'দিন বাদেই হোলি। রয়েছে লম্বা ছুটি। শহরের কোলাহল থেকে বেড়িয়ে প্রকৃতির স্পর্শে মিলিয়ে যেতে ইচ্ছে করছে কিন্তু মাসের শেষে পকেটে টান? এবার হবে মুশকিল আসান। প্রতিবেদনঃ সুরজিৎ দে। ফাইল ছবি।
advertisement
2/8
*পকেটে মাত্র ২৫০ টাকা থাকলেই কেল্লাফতে। বসন্তের মিঠে বাতাস গায়ে মেখে উত্তরের ডুয়ার্স হয়ে উঠেছে আরও সুন্দরী। সবুজ গাছগাছালি, তিরতির করে বয়ে যাওয়া নদীতে নানা নাম না জানা পাখিদের আনাগোনা, নদী- ঝর্ণার জলে জলকেলি... মন জয় করতে বাধ্য। ফাইল ছবি।
advertisement
3/8
*ডুয়ার্স মানেই কিন্তু শুধুই জঙ্গল নয়। ডুয়ার্সে একাধিক অফবিট পর্যটন কেন্দ্রও রয়েছে। তারমধ্যে একটি জায়গা হল টিয়া বন। নাম শুনেই বুঝতেই পারছেন টিয়ার কিন্তু অবাধ আধিপত্য রয়েছে এখানে। ফাইল ছবি।
advertisement
4/8
*সবুজ প্রকৃতির মাঝে ঝাঁকে ঝাঁকে সবুজ টিয়া এক অসাধারণ কম্বিনেশন। মন ভালো হবেই। এ ছাড়াও রয়েছে নানা অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটির সুযোগ। ফাইল ছবি।
advertisement
5/8
*আপনি টিয়া বনের কাছাকাছি এলাকায় বিভিন্ন ধরনের অ্যাডভেঞ্চারস অ্যাক্টিভিটি যেমন, রক-ক্লাইম্বিং, ট্রেকিং, ট্রি ক্লাইম্বিং এবং অ্যাঙ্গলিং উপভোগ করতে পারেন মন খুলে। এমনকি সুস্বাদু চা উৎপাদন কিভাবে হয় তা-ও পরখ করে দেখার সুযোগ রয়েছে। ফাইল ছবি।
advertisement
6/8
*টিয়া বনের কাছেই রয়েছে গরুমারা, চাপড়ামারি, চালসা ভিউ পয়েন্ট সহ বহু টুরিস্ট স্পট। এখানেই শেষ নয়। টিয়া বনে রয়েছে থাকা খাওয়ার সু-ব্যবস্থা। মাত্র ২৫০ টাকাতেই হবে বাজিমাত। ফাইল ছবি।
advertisement
7/8
*রিসর্ট নয়, স্বল্প খরচে থাকা খাওয়া, ফ্রি ইন্টারনেট-সহ অন্যান্য সুযোগ সুবিধা যুক্ত সরকারি যুব আবাস নজর কাড়ছে ডুয়ার্সের জঙ্গলে এই টিয়াবন ঘুরতে আসা পর্যটকদের। সেখানে বিকেল হলেই টিয়া পাখির শব্দে প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য দ্বিগুণ হয়ে ওঠে। আর সেখানেই থাকার ব্যবস্থা রয়েছে মাত্র ২৫০ টাকায়। ফাইল ছবি।
advertisement
8/8
*ডুয়ার্সে ঘুরতে আসলেই যে বিপুল খরচা হবে তা কিন্তু একেবারেই নয়। স্বাদ মেটাতে সাধ্যের মধ্যেই তাই, এই টিয়াবনকে রাখতেই পারেন আপনার পরবর্তী ভ্রমণ তালিকায়। ফাইল ছবি।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Holi 2024: দোলের ছুটিতে ২৫০ টাকায় থাকুন ডুয়ার্সের এই অফবিট স্পটে, সৌন্দর্যে মোহিত হবেন