Holi 2024 : দোল খেলতে খেলতে চোখে রং ঢুকে গেলে কী করবেন? রইল কিছু সহজ টিপস
- Reported by:JULFIKAR MOLLA
- hyperlocal
- Published by:Sayani Rana
Last Updated:
দোল উৎসব একেবারে দরজার কড়া নাড়ছে। অনেকেই আগাম প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছেন। রঙের উৎসব দোল, কিন্তু রং খেলতে গিয়ে অনেক সময় চোখে ঢুকে যায়। তখন কী করা উচিত রইল টিপস।
advertisement
1/6

দোল উৎসব একেবারে দরজার কড়া নাড়ছে। অনেকেই আগাম প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছেন। রঙের উৎসব দোল, সকলেই প্রায় রং খেলে।
advertisement
2/6
তবে অনেক সময়ই দোলে অসাবধানবশত চোখে রং ঢুকে যেতে পারে। দোলে রং থেকে চোখ বাঁচাতে রইল কিছু টিপস।
advertisement
3/6
দোলে রং খেলার সময় অসাবধানবশত চোখে রং লাগতে পারে। সেজন্য গায়ে রং লাগার আগে চোখ বন্ধ করুন। সানগ্লাসও ব্যবহার করতে পারেন।
advertisement
4/6
রঙ খেলার সময় কোনওভাবেই লেন্স পরবেন না। এতে চোখের মারাত্মক ক্ষতি হতে পারে। লেন্সের তুলনায় চশমা পরা বেশি নিরাপদ।
advertisement
5/6
দোল উৎসবে রঙের স্প্ল্যাশ হলে উৎসব শেষে ঠান্ডা জলে চোখ ধুয়ে ফেলুন। ডাক্তারের পরামর্শে চোখের ড্রপও চোখে ব্যবহার করতে পারেন, এতে চোখ চুলকানি এবং ব্যথা হলে তা থেকে মুক্তি পাবেন।
advertisement
6/6
ঠান্ডা জল দিয়ে চোখ পরিষ্কার রাখতে হবে। হোলির দিনে যদি চোখে রঙ চলে যায়, তাহলে পরিষ্কার পানীয় জল দিয়ে চোখ ধুয়ে ফেলুন।