Hives or Chhuli Cause & Treatment: এই ভুলগুলি করলেই ত্বক ভরবে ছুলিতে! কেন এই চর্মরোগ হয়? এর থেকে বাঁচার ম্যাজিক কোথায়, জানুন
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Hives or Chhuli Cause & Treatment: সাধারণত ছুলিতে অল্পস্বল্প চুলকোতে পারে। তবে রোদে বেরলে চিড়বিড় করতে পারে। যাকে ‘ইচিং’ বলা হয়। কোন কোন কারণে ছুলি হয়, সেগুলি নিয়ে বলেছেন আয়ুর্বেদ বিশেষজ্ঞ
advertisement
1/7

অতিরিক্ত গরম এবং বর্ষার স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় গ্রীষ্মপ্রধান দেশের বাসিন্দাদের ত্বকে ছুলির সংক্রমণ দেখা দেয়। মূলত গলা, ঘাড়, পিঠ, বুক হাতের বিভিন্ন অংশের ত্বকে চর্মরোগ হয়। সাদা, কালো এমনকি তামাটে বর্ণেরও হতে পারে ছুলি।
advertisement
2/7
সাধারণত ছুলিতে অল্পস্বল্প চুলকোতে পারে। তবে রোদে বেরলে চিড়বিড় করতে পারে। যাকে ‘ইচিং’ বলা হয়। কোন কোন কারণে ছুলি হয়, সেগুলি নিয়ে বলেছেন আয়ুর্বেদ বিশেষজ্ঞ দীক্ষা ভাভসর।
advertisement
3/7
কোনও ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় ছুলি হতে পারে। ফুলের পরাগরেণু থেকেও অ্যালার্জি হয়ে দেখা দিতে পারে এই চর্মরোগ।
advertisement
4/7
সামুদ্রিক মাছ, বাদাম, ডিম, দুধ-সহ নানা খাবার থেকে অ্যালার্জির প্রকাশ হিসেবেও দেখা দেয় ছুলি।
advertisement
5/7
অতিরিক্ত নোনতা, মশলাদার প্রক্রিয়াজাত খাবারও ছুলির কারণ হতে পারে। ঠান্ডা খাবার খেলে, ঠান্ডায় থাকলে, ঠান্ডা বাতাস গায়ে লাগলেও ছুলি ছেয়ে যেতে পারে ত্বকে।
advertisement
6/7
চর্মরোগ ছুলি থেকে মুক্তি পেতে নিমজলে স্নান করা খুব উপকারী। যেখানে ছুলি হয়েছে, সেখানে নারকেল তেল, সরষের তেল বা নীল তেল লাগাতে পারেন।
advertisement
7/7
আয়ুর্বেদ, অ্যালোপ্যাথি-সহ ছুলির নানা রকমের ওষুধ আছে। ডাক্তারের পরামর্শ নিয়ে তবেই ওষুধ খেতে হবে। নয়তো পার্শ্বপ্রতিক্রিয়ার আশঙ্কা থাকে। ঘরোয়া টোটকার জন্যও ডাক্তারের পরামর্শ নিন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Hives or Chhuli Cause & Treatment: এই ভুলগুলি করলেই ত্বক ভরবে ছুলিতে! কেন এই চর্মরোগ হয়? এর থেকে বাঁচার ম্যাজিক কোথায়, জানুন