গরমে নিস্তেজ জবাগাছ? ফুল আসছে না? এক চামচ 'ডিটারজেন্ট পাউডার' ব্যবহার করুন...! উপচে পড়বে ফুল
- Published by:Tias Banerjee
Last Updated:
Hibiscus Gardening: গরমে নেতিয়ে পড়ে জবাগাছ। শুকিয়ে যায় জবা ফুল। অনেকেই দেখেন যে গরমে জবা গাছে ফুল আসে না। ঘরোয়া একটি সহজ উপায়ে—মাত্র এক চামচ ডিটারজেন্ট পাউডার ব্যবহার করেই আপনি এই সমস্যার সমাধান পেতে পারেন। জানুন উপায়।
advertisement
1/8

গরমকালে গাছে পোকামাকড় ও কীটপতঙ্গের আক্রমণ অনেক বেড়ে যায়। এর ফলে গাছের বৃদ্ধি ব্যাহত হয়। এই সময় বিশেষ করে জবা গাছে পিঁপড়ে ও মিলিবাগের আক্রমণ দেখা দেয়। (Representative Image: AI)
advertisement
2/8
যদি আপনার বাগানে জবা গাছ লাগানো থাকে এবং এই গরমে গাছটি ঠিকমতো না বাড়ে, তাহলে গাছের প্রতি বিশেষ যত্ন নেওয়া জরুরি। কারণ গরমকালে অনেক গাছের বৃদ্ধি প্রভাবিত হয়। (Representative Image: AI)
advertisement
3/8
যদি আপনার বাগানে জবা গাছ থাকে এবং সেটি সেভাবে বৃদ্ধি না পায় বা ফুল কম ফুটছে, তাহলে কয়েকটি ঘরোয়া পদ্ধতি মেনে চলতে পারেন। এই উপায়ে গাছ আবার প্রচুর ফুল দেবে। (Representative Image: AI)
advertisement
4/8
গরমকালে পোকামাকড়ের আক্রমণের কারণে জবা গাছের বৃদ্ধি বন্ধ হয়ে যায়। সাদা মাছি (whitefly) ও মিলিবাগে আক্রান্ত হয়ে গাছ দুর্বল হয়ে পড়ে। (Representative Image: AI)
advertisement
5/8
এছাড়াও, এই সময় পিঁপড়ের আক্রমণেও জবা গাছের বৃদ্ধি ব্যাহত হয়। ফলে গাছ আর আগের মতো ফুল দেয় না। অথচ, আপনার ঘরেই থাকা সাধারণ ওয়াশিং পাউডার এই সমস্যার দারুণ সমাধান হতে পারে। (Representative Image: AI)
advertisement
6/8
এক চামচ ডিটারজেন্ট পাউডার ১ লিটার জলে মিশিয়ে ভাল ভাবে গুলে নিন। তারপর এটি একটি স্প্রে বোতলে ভরে গাছে ছিটিয়ে দিন। খেয়াল রাখবেন, এই দ্রবণ তৈরি করার সময় যেন মাটির সংস্পর্শে না আসে। কারণ মাটি মিশলে দ্রবণের pH ব্যালেন্স নষ্ট হতে পারে। (Representative Image: AI)
advertisement
7/8
এই ডিটারজেন্ট দ্রবণ সন্ধ্যায় ব্যবহার করুন। পরদিন সকালে গাছে পরিষ্কার জল দিন। সকালে জল কম দিন, তবে সন্ধ্যায় ভাল করে জল দিতে পারেন। (Representative Image: AI)
advertisement
8/8
এই ডিটারজেন্ট দ্রবণ স্প্রে করলে মিলিবাগ ও সবুজ পোকারা মারা যায়। ফলে গাছের বৃদ্ধি আবার দ্রুত হয় এবং ফুল ফোটা বেড়ে যায়। (Representative Image: AI)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
গরমে নিস্তেজ জবাগাছ? ফুল আসছে না? এক চামচ 'ডিটারজেন্ট পাউডার' ব্যবহার করুন...! উপচে পড়বে ফুল