জবা ফুল ফুটবে টবেও! মানুন এই ৯টি নিয়ম, প্রতি দিন পুজোর ফুলে উপচে পড়বে গাছ!
- Published by:Tias Banerjee
Last Updated:
Hibiscus Gardening Tips: বিশ্বাস করা হয়, জবা মা কালীর প্রিয় ফুল। যদি আপনিও জবা ফুল ভালবাসেন এবং এই গ্রীষ্মে নিজের বারান্দা বা গার্ডেনে লাগানোর পরিকল্পনা করে থাকেন, তবে এই টিপস মানলে অল্প দিনের মধ্যেই সবুজ ও ফুলে ভরা গাছ পাবেন।
advertisement
1/12

অনেকেই বাগান করার শখ রাখেন। কেউ বাড়ির বারান্দা, বাগান বা ছাদে নানা রকম ফুলগাছ লাগান, কেউ বা শাকসবজি ফলান। রঙিন ফুল বাড়ির সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি মনকেও ভাল রাখে। কারও গাঁদা, গোলাপ, জুঁই পছন্দ, আবার কেউ জবা গাছ লাগাতে ভালোবাসেন। গাঢ় লাল জবা ফুল বারান্দা, ছাদ বা বাগানের সৌন্দর্য বাড়িয়ে দেয়। বিশ্বাস করা হয়, জবা মা কালীর প্রিয় ফুল। যদি আপনিও জবা ফুল ভালবাসেন এবং এই গ্রীষ্মে নিজের বারান্দা বা গার্ডেনে লাগানোর পরিকল্পনা করে থাকেন, তবে এই টিপস মানলে অল্প দিনের মধ্যেই সবুজ ও ফুলে ভরা গাছ পাবেন।
advertisement
2/12
বাড়িতে জবা চাষের উপায়: জবা গাছ বীজ বা কলম—দুইভাবেই লাগানো যায়। ভাল মাটি, নিয়মিত জল এবং যথাযথ রোদ পেলে গাছ দ্রুত বেড়ে ওঠে। বীজ থেকে গাছ লাগালে এক বছরের মধ্যে ফুল আসবে, আর কলম থেকে লাগালে ৬ মাসের মধ্যেই ফুল ফুটতে শুরু করবে। টবে চাষ করলে মেনে চলতে হবে এই কয়েকটি নিয়ম। জেনে নিন।
advertisement
3/12
জবা গাছ লাগানোর ধাপ--- জবা ফুল গাঢ় লাল রঙের, যার কুঁড়ি হলুদ রঙের হয়। ঘরে খুব সহজেই এই গাছ চাষ করা সম্ভব। প্রচুর ফুল পেতে হলে বীজ বা কলমের সঠিক পদ্ধতি জানা দরকার। বীজ ও কলম থেকে ফুল ফোটার সময় আলাদা।
advertisement
4/12
কাছের নার্সারি থেকে জবা ফুলের বীজ কিনুন। ভাল করে দেখে নিন বীজে পোকা বা রোগ আছে কি না। যদি কলম থেকে গাছ লাগাতে চান, তবে ফুল ফোটা একটি সবুজ, শুকনো নয় এমন ডাল কাটুন।
advertisement
5/12
বীজ থেকে লাগালে ১০–২০ দিনের মধ্যে অঙ্কুরোদ্গম হবে। টবে ২–৩টি বীজ দিন এবং মাটির ভেতরে চেপে দিন। কলম বা বীজ যাই লাগান, মাটি যেন ভাল মানের হয়—গার্ডেন সয়েল, কোকোপিট ও ভার্মি কম্পোস্ট মেশানো জরুরি।
advertisement
6/12
বীজ থেকে লাগালে ১০–২০ দিনের মধ্যে অঙ্কুরোদ্গম হবে। টবে ২–৩টি বীজ দিন এবং মাটির ভেতরে চেপে দিন। কলম বা বীজ যাই লাগান, মাটি যেন ভালো মানের হয়—গার্ডেন সয়েল, কোকোপিট ও ভার্মি কম্পোস্ট মেশানো জরুরি।
advertisement
7/12
গ্রীষ্মকালে নিয়মিত জল দেওয়া জরুরি, যাতে গাছ দ্রুত বাড়ে ও সবুজ থাকে। বারান্দা, ছাদ বা বাগানে লাগানো গাছ রোদে মাটি দ্রুত শুকিয়ে যায়। জবা ফুল আর্দ্র মাটিতে ভালো বাড়ে। মাটি শুকিয়ে গেলে শিকড় নষ্ট হতে পারে। অঙ্কুরোদ্গমের সময় দিনে ১–২ বার জল দিন।
advertisement
8/12
১০ দিনের মধ্যে গাছে ছোট পাতা গজাতে শুরু করবে। আরও ২০ দিন বাড়তে দিন। বেশি পাতা হলে বড় টবে রোপণ করুন।
advertisement
9/12
অঙ্কুরোদ্গমের সময় গাছকে সরাসরি রোদে রাখবেন না। বড় টবে লাগানোর পর প্রথমে এক ঘণ্টা রোদে রাখুন, তারপর এমন জায়গায় রাখুন যেখানে আলো আছে কিন্তু সরাসরি রোদ পড়ছে না।
advertisement
10/12
বীজ থেকে গাছ লাগালে সার প্রয়োজন হয়। নার্সারিতে গিয়ে পরামর্শ নিন—কোন ধরনের সার, কত পরিমাণে এবং কখন দিতে হবে।
advertisement
11/12
জবা বড় গাছ, তাই বাগানে লাগানোই ভালো। টবে লাগালে নিয়মিত ছাঁটাই দরকার, যাতে পাতা সমস্ত পুষ্টি শুষে না নেয় এবং ফুলেও পুষ্টি পৌঁছায়। প্রতিটি ডালে ৬–৮টির বেশি পাতা রাখবেন না।
advertisement
12/12
বীজ থেকে লাগালে এক বছরের মধ্যে ফুল আসবে। যত ভালো মাটি ও যত্ন, তত তাড়াতাড়ি ও বেশি ফুল ফুটবে। কলম থেকে লাগালে ৬ মাসের মধ্যেই ফুল আসতে পারে, তবে নিয়মিত সার, জল ও মাটি দিন।