TRENDING:

শরীরি পরিতৃপ্তি পেতে বাজারে নয়া রেঞ্জের সেক্স টয়, আনন্দ উপভোগের নতুন উপায় ‘এই’ ইলেকট্রিক খেলনাগুলি

Last Updated:
ভয়-সংকোচ এড়িয়ে এখন নতুন আনন্দে বুঁদ হচ্ছে মানুষ, জেনে নিন কী করা উচিত , কী নয়
advertisement
1/4
শরীরি পরিতৃপ্তি পেতে নতুন উপায় ‘এই’ ইলেকট্রিক খেলনাগুলি
মানুষের শরীর নানা রহস্যতে মোড়া ৷ শরীরের চাহিদার জন্য অনেকদিন মানুষ স্বমেহনের আনন্দ উপভোগ করে ৷ দিনকাল অনেক এগিয়েছে ৷ এখন শুধঘুমাত্র পার্টনারের শরীর দিয়ে নিজের শরীরি খিদে মেটনাোর পাশাপাশি আরও নানা উপায় আছে ৷ Photo- Representive
advertisement
2/4
নিজেই নিজের অর্গাজমকে পরিতৃপ্তি দিতে এখন বাজারে হটকেকের মতো বিকোচ্ছে ইলেকচ্রিক সেক্স টয় ৷ এই খেলনাগুলিতে চার্জ দিয়ে নিলেই ব্যাস ৷ এগুলো মহিলা ও পুরুষ যৌনাঙ্গে হালকা শক ওয়েভ তৈরি করে ৷ যার থেকে নারী -পুরুষের শরীরি চাহিদার নিবৃত্তি হতে পারে ৷ Photo courtesy: Wikimedia
advertisement
3/4
শরীরি খিদের তেষ্টা মেটাতে গিয়ে কিন্তু কিছু সাবধানতা অবলম্বন করতে হয় ৷ এই যন্ত্র যেহেতু ইলেকট্রিসিটি দিয়ে চলে তাই ধরণের খেলনার ভাইব্রেশন খুব জোরালো হয় ৷ তাই যাদের হার্টের অসুবিধা আছে তারা চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই এই যন্ত্র ব্যবহার করতে পারেন ৷ পাশাপাশি এই যন্ত্র ভুলেও কোমরের ওপরে ব্যবহার করা উচিত নয় ৷ পাশাপাশি মেরুদন্ডের কাছাকাছিও এই জিনিস ব্যবহার করা উচিত নয় ৷ বাকি সকলেই এই টয় ব্যবহার করতে পারেন ৷ Photo- Representive
advertisement
4/4
এই ইলেকট্রিকাল ভাইব্রেটর ব্যবহার করতে কোনও বিশেষ কিছু তথ্য প্রযুক্তির ভয় নেই . খুব সহজেই ব্যবহার করা যায় ৷ ইলেকট্রিকাল ভাইব্রেটরটি লোয়েস্ট সেটিংয়ে রাখতে হয় ৷ নির্দিষ্ট জায়গায় এটি ব্যবহার করলে হালকা কম্পনে শরীরি তৃপ্তি পাওয়া যাবে ৷ এর তীব্রতা তারপর ধীরে ধীরে বাড়িয়ে দেখতে পারেন ব্যবহারকারী কোন ভাইব্রেশনের মাত্রাটি তাঁকে চরম সুখ দিচ্ছে ৷ বিদেশের বাজারে কামাল করার পর এখন ভারতের বাজারেও এই ধরণের ‘সেক্স টয়’দারুণ বিক্রি হচ্ছে ৷ Photo- Representive
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
শরীরি পরিতৃপ্তি পেতে বাজারে নয়া রেঞ্জের সেক্স টয়, আনন্দ উপভোগের নতুন উপায় ‘এই’ ইলেকট্রিক খেলনাগুলি
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল