Health Tips: জটিল শারীরিক সমস্যা থেকে চিরকালের মতো মুক্তি, শেষপাতে রাখুন এই 'সুপারফুড'
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Health Tips: দেহে প্রো-বায়োটিক হিসেবে কাজ করে টকদই। শুধু তাই নয়, নিমেষে হাজারো সমস্যার সমাধান করে এই 'সুপারফুড'।
advertisement
1/5

গরম পড়তে না পড়তেই টকদই খাওয়াটা একলাফে দ্বিগুন বেড়ে যায়। দেহে প্রো-বায়োটিক হিসেবে কাজ করে টকদই। শুধু তাই নয়, নিমেষে হাজারো সমস্যার সমাধান করে এই 'সুপারফুড'।
advertisement
2/5
আবার অনেকেই আছেন যারা সারাবছর টক দই খান। গরম হোক বা শীতকাল টক দই সবসময়েই উপকারি শরীরের জন্য। গরমের দুপুরে শরীর ঠান্ডা রাখতে টকদই যেন ম্যাজিকের কাজ করে।
advertisement
3/5
যারা দীর্ঘদিন ধরে পেপটিক আলসারের সমস্যায় ভুগছেন পুষ্টিবিদদের মতে, প্রতিদিন নিয়ম করে এক কাপ টক দই খেলে জটিল শারীরিক সমস্যা থেকে চিরকালের মতো মুক্তি পাবেন।
advertisement
4/5
হাজারো শারীরিক সমস্যার সমাধানেও দই অত্যন্ত উপকারি। গরমে শরীরকে ডিটক্সিফাই রাখতে দইয়ের জুড়ি মেলা ভার। শরীর থেকে যত টক্সিন বেরোবে ততই শরীর সুস্থ থাকবে।
advertisement
5/5
বদহজমের সমস্যা থেকে পেট গরম, ওষুধ খেয়ে কমছে না। চটজলদি টক দই খেয়ে নিলে ওষুধের চেয়েও ভাল কাজ করে। পেটে ঠান্ডা যেমন হবে তেমনই গলা,বুক জ্বালা থেকেও রেহাই মিলবে।(Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Health Tips: জটিল শারীরিক সমস্যা থেকে চিরকালের মতো মুক্তি, শেষপাতে রাখুন এই 'সুপারফুড'