TRENDING:

Health Tips: গ্যাস-বদহজম-কোষ্ঠকাঠিন্য? মুঠো মুঠো ওষুধ ছেড়ে চুমুক দিন এই পানীয়তে, খালি পেটে খেলেই ম্যাজিক, গোড়া থেকে নির্মূল!

Last Updated:
Health Tips: রোজ সকালে উঠে একগ্লাস ঈষদুষ্ণ জল খেলে গ্যাসের সমস্যা মিটতে পারে। এমনকি কোষ্ঠকাঠিন্যের সমস্যাও এক্ষেত্রে দূর হয়।
advertisement
1/5
গ্যাস-বদহজম-কোষ্ঠকাঠিন্য? মুঠো মুঠো ওষুধ ছেড়ে খালি পেটে চুমুক দিন 'এই' পানীয়তে
পেটে প্রচণ্ড গ্যাস হলে ১ চামচ জিরে ও ১চামচ জোয়ান নিয়ে তারপর তা মিশিয়ে নিতে হবে ভাল ভাবে। জিরে ও জোয়ান গ্যাসের সমস্যা কমাতে যথেষ্ট উপকারী।
advertisement
2/5
রোজ সকালে উঠে একগ্লাস ঈষদুষ্ণ জল খেলে গ্যাসের সমস্যা মিটতে পারে। এমনকি কোষ্ঠকাঠিন্যের সমস্যাও এক্ষেত্রে দূর হয়। তাই গ্যাসের সমস্যায় যারা ভুগছেন, তাদেরকে অবশ্যই সকালে গরম জল খেতে হবে।
advertisement
3/5
গ্যাসের সমস্যা থেকে মুক্তি পেতে চাইলে সর্বপ্রথম রোজ সকালে যোগ ব্যায়াম ও সময় নিয়ে হাঁটাহাঁটির অভ্যাস করা ভাল। এতেই হজম ক্ষমতা সহজেই বাড়বে। পাশাপাশি গ্যাস হবে চিরতরে নির্মূল।
advertisement
4/5
আদা সবচাইতে কার্যকরী অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান সমৃদ্ধ খাবার। যা গ্যাসের সমস্যা দূর করে। আদা চিবিয়ে খেলে কিংবা চা বানিয়ে খেলে গ্যাসের কষ্ট থেকে রেহাই পাওয়া যায় সহজেই।
advertisement
5/5
পেটে প্রচুর পরিমানে গ্যাস জমলে চার-পাঁচটি পুদিনা পাতা জলে ফুটিয়ে খেয়ে নিলে মিলবে উপকার। এতে পেটের গ্যাস তো দূর হবেই, সেইসঙ্গে বমিভাবও কেটে যাবে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Health Tips: গ্যাস-বদহজম-কোষ্ঠকাঠিন্য? মুঠো মুঠো ওষুধ ছেড়ে চুমুক দিন এই পানীয়তে, খালি পেটে খেলেই ম্যাজিক, গোড়া থেকে নির্মূল!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল