TRENDING:

Healthy Lifestyle: বিছানায় যাওয়ার আগে কোনও ওষুধ নয়, খান ঘরে তৈরি এই জুস! দীর্ঘস্থায়ী হবে সঙ্গম-সুখ!

Last Updated:
Healthy Lifestyle: চট করে বাড়িতেই প্রাকৃতিক উপায়ে তৈরি করুন এই জুস বা শরবত! শুতে যাওয়ার আগে খান! বিছানায় আপনিই হবেন সেরার সেরা!
advertisement
1/8
বিছানায় যাওয়ার আগে ওষুধ নয়, খান ঘরে তৈরি এই জুস! দীর্ঘস্থায়ী হবে সঙ্গম-সুখ!
বলা হয় সুখের জীবন তখনই হয়, যখন শরীর, মনের পাশাপাশি স্বামী-স্ত্রীর মধ্যে যৌন জীবন সুন্দর হয়! আর তা না হলেই, অকারণে মনোমালিন্য শুরু হয়!যার ফল বেশিরভাগ সময় বিচ্ছেদ!
advertisement
2/8
জীবনে প্রেম বাড়াতে আমরা অনেক কিছুর সাহায্য নিই! বেড়াতে যাওয়া, আলাদা করে পার্টনারকে সময় দেওয়া! কিন্তু তারপরেও যদি রোমান্স বা শরীরী সম্পর্কে ঘাটতি থেকে যায় তবে কিন্তু তা সকলের জীবনেই প্রভাব ফেলে! photo source collected
advertisement
3/8
বাজারে নানা ওষুধ কিনতে পাওয়া যায়! কিন্তু এই সব যৌনতা বর্ধক ওষুধ শরীরের জন্য মোটেও ভাল নয়! এর সাইড এফেক্ট মারাত্মক হতে পারে! photo source collected
advertisement
4/8
তাই ঘরোয়া টোটকা কাজে লাগান! রোজ রাতে বিছানায় শুতে যাওয়ার আগে এই বিশেষ জুস এক গ্লাস করে খেয়ে নিন! তারপর দেখবেন আপনিই তেজি ঘোড়া! photo source collected
advertisement
5/8
কী করতে হবে এই প্রাকৃতিক জুস তৈরি করার জন্য? আপনার দরকার তরমুজ, লেবু ও বেদানা! photo source collected
advertisement
6/8
তরমুজ ও লেবুতে ভিটামিন সি আছে। তরমুজে অ্যামিনো অ্যাসিড আছে! সঙ্গে বেদানার গুণ দেবে আলাদা শক্তি!
advertisement
7/8
একটি তরমুজের কিছুটা কেটে নিয়ে, তাতে এক চামচ পাতি লেবুর রস মিশিয়ে নিন! এবার অর্ধেক বেদানা ছাড়িয়ে নিন! এই তিনটি উপাদান মিক্সিতে দিয়ে পিষে নিন! এবার এর থেকে রস বের করে নিন! photo source collected
advertisement
8/8
এই জুস সকালে ঘুম থেকে উঠে এক কাপ রাতে শুতে যাওয়ার আগে এক কাপ খান! গবেষণা বলছে একেবারে রাতারাতি বদলে যাবে জীবন! আপনিই হবেন সেরা! বাড়বে ভালবাসা!ভরসা রাখতে পারেন এই প্রাকৃতিক ভায়াগ্রা জুসেই! photo source collected
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Healthy Lifestyle: বিছানায় যাওয়ার আগে কোনও ওষুধ নয়, খান ঘরে তৈরি এই জুস! দীর্ঘস্থায়ী হবে সঙ্গম-সুখ!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল