TRENDING:

Healthy Lifestyle Tips: ষাট পেরিয়েও বছরেও অটুট থাকবে যৌবন, মাত্র ৭ দিন খান 'এই' পাতার রস... হাতেনাতে ফল

Last Updated:
যৌবন ধরে রাখতে এবং যৌন ক্ষমতা বাড়াতেও থানকুনি পাতার জুরি মেলা ভার। প্রতিদিন সকালে একগ্লাস দুধে ৫ থেকে ৬ চামচ থানকুনি পাতার রস মিশিয়ে খান। মাত্র সাত দিনেই ফিরে আসবে যৌবন।
advertisement
1/6
ষাট পেরিয়েও বছরেও অটুট থাকবে যৌবন, মাত্র ৭ দিন খান 'এই' পাতার রস... হাতেনাতে ফল
পাতা খেলে যৌবন থাকবে অটুট ! অবাক হওয়ার কিছু নেই, আমাদের প্রকৃতির ঢেলে দিয়েছে এমন অনেক কিছু যা দিয়ে সুস্থ থাকা খুবই সহজ হয়ে যায় ৷ আর যা পাওয়া একেবারেই কঠিন নয় ৷
advertisement
2/6
দাম্প্যতকে চির সতেজ রাখতে চাইলে নিজেদের মধ্যে শারীরিক ঘনিষ্ঠতা থাকা চাই-ই চাই।
advertisement
3/6
যৌবন ধরে রাখতে এবং যৌন ক্ষমতা বাড়াতেও থানকুনি পাতার জুরি মেলা ভার। প্রতিদিন সকালে একগ্লাস দুধে ৫ থেকে ৬ চামচ থানকুনি পাতার রস মিশিয়ে খান। মাত্র সাত দিনেই ফিরে আসবে যৌবন।
advertisement
4/6
বয়স বাড়লেও, যৌবন ধরে রেখে দেয় থানকুনি পাতার রস।
advertisement
5/6
খুব সাধারণ, সহজলভ্য এই কয়েকটা খাবারই করবে কামাল। শরীর-মন দুই-ই ভাল রাখবে, যৌন ক্ষমতা বাড়বে চড়চড়িয়ে
advertisement
6/6
শুধু থানকুনি নয়। পটাশিয়াম সমৃদ্ধ খাবার যেমন কলা, শুকনো খুবানি, নারকেলের জল যৌন ক্ষমতা বাড়ায়। পাশাপাশি রক্রচাপ নিয়ন্ত্রণে রাখে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Healthy Lifestyle Tips: ষাট পেরিয়েও বছরেও অটুট থাকবে যৌবন, মাত্র ৭ দিন খান 'এই' পাতার রস... হাতেনাতে ফল
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল