TRENDING:

দামী দামী টুথপেস্টেও হচ্ছে না, দাঁত সাদা করতে মা -ঠাকুমার টোটাকাতেই কামাল করুন

Last Updated:
সেকেলে বলে দূরে সরিয়ে রাখবেন না... একেবারে দু-কাজে এক কাজ হয় এই টোটকাগুলিতে...
advertisement
1/5
দামী দামী টুথপেস্টেও হচ্ছে না, দাঁত সাদা করতে মা -ঠাকুমার টোটাকাতেই কামাল করুন
#কলকাতা: হাসি এক সুন্দর আবেগের বিচ্ছুরণ যা মানুষের জীবনে এক নিমেষেই সুখ ছড়িয়ে দিতে পারে। এটি ব্যক্তিত্বকে পূর্ণতা দান করে, শিশুদের হাসি একেবারে ইশ্বরের আশীর্বাদের মতোই পবিত্র৷  মুক্তোর মতো চকচকে দাঁত হলে হাসি একেবারেই ‘চাঁদের হাসির বাঁধ ভেঙেছে’-র মতো হয়৷ তাই দাঁত পরিষ্কার রাখা খুবই গুরুত্বপূর্ণ। কাঁড়ি কাঁড়ি দামী দামী মাজন বা মাউথ ওয়াশেই যে কামাল করা সম্ভব তা কিন্তু নয়৷  একদম আপনার হাতের কাছেই থাকে সেই টিপসই রইল৷  যার সাহায্যে দাঁতের হলদে ভাব থেকে মুক্তি পাওয়া যাবে।রইল কার্যকরী ঘরোয়া টোটকা৷ Photo- Representative 
advertisement
2/5
বেকিং সোডা আপনার হলুদ দাঁতে উজ্জ্বলতা আনতে এটি সবচেয়ে সহজ টোটকা৷ যা আমাদের মা ঠাকুমাদের আমল থেকে চলে আসা টোটকা৷  দাঁত ঝকঝকে করতে হলে  ১ চিমটি নুন এবং বেকিং সোডা মিশিয়ে ব্রাশের সাহায্যে ধীরে ধীরে দাঁতে ঘষে সেটা পরিষ্কার করতে হবে। নিয়মিত এটা করলেই হলুদ দাঁত বদলে গিয়ে সুন্দর সাদা ও চকচকে হবে। Photo- Representative 
advertisement
3/5
ভিনিগার ভিনিগারও দাঁত পরিষ্কার করার ক্ষেত্রে বেশ কার্যকরী পথ। আপনাকে যা করতে হবে তা হল এক গ্লাস জলে সাদা ভিনিগার মিশিয়ে ধুয়ে ফেলুন।  দাঁতের মুক্তোর মতো উজ্জ্বলতা আটকায় কে। পাশাপাশি মুখের দুর্গন্ধের সমস্যা থেকেও এক ঝটকায় মুক্তি৷ Photo- Representative 
advertisement
4/5
স্ট্রবেরি এবং লবণ হলুদ দাঁত থেকে মুক্তি পেতে স্ট্রবেরি ও নুন একসঙ্গে মাখিয়ে ব্রাশের সাহায্যে দাঁত পরিষ্কার করুন, এতে দাঁত সাদা ও চকচকে হবে। Photo- Representative 
advertisement
5/5
আদা এবং লবণ দাঁতের হলদে ভাব দূর করতে কুসুম গরম জলে আদা ও লবণ মিশিয়ে গার্গল করুন, এতেও ডবল ফায়দা৷ দাঁত সাদা করার পাশাপাশি মুখে বাজে গন্ধও আটকায় এই টোটকা৷ Photo- Representative 
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
দামী দামী টুথপেস্টেও হচ্ছে না, দাঁত সাদা করতে মা -ঠাকুমার টোটাকাতেই কামাল করুন
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল