When to Avoid Physical Relation: শারীরিক ঘনিষ্ঠতায় মারাত্মক ক্ষতি 'এই' তিন সময়ে! অবশ্যই জানুন কারণ! কী বলছেন বিশেষজ্ঞরা
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
When to Avoid Physical Relation: এমন কিছু সময় আসে জীবনে, যে সময় যৌন মিলন করলেই হতে পারে শরীরের মারাত্মক ক্ষতি। একনজরে দেখে নিন, কোন সময় যৌন মিলন করা উচিত নয়।
advertisement
1/8

নারী-পুরুষ সম্পর্ক মজবুত হয় পারস্পরিক বোঝাপড়া ও মিলেমিশে। তা সে মানসিক হোক, বা শারীরিক, যে কোনও ক্ষেত্রেই দু-পক্ষের আদান প্রদান যত সুন্দর হয় ততই সুস্থ হয় সম্পর্ক। কথায় বলে ‘সম্পর্ক হল নদীর মতো’। তবে নদীর মতো সম্পর্কেও আসে জোয়ার, ভাঁটা। আর সম্পর্কের একটি বিশেষ স্রোত হল যৌনতা। যা দাম্পত্য সম্পর্কের অন্যতম আধার।
advertisement
2/8
একথা বলাই বাহুল্য সুস্থ যৌনসুখ না থাকলে কোনওক্ষেত্রেই সঙ্গীর সঙ্গে সম্পর্ক সে ভাবে মজবুত হয় না। বেশ কিছু সমীক্ষায় উঠে এসেছে এই চিরাচরিত তথ্য। তাই এই যৌনসুখের বিষয়টি বিশেষভাবে গুরুত্ব দেওয়া উচিত সকলের।
advertisement
3/8
বিশেষজ্ঞদের মতে, দাম্পত্য জীবনে নিয়মিত যৌন মিলন জরুরি। এতে স্বামী-স্ত্রীর সম্পর্ক আরও মধুর হয়। তবে এই বিষয়ে মাথায় রাখতে হবে কয়েকটি নিয়ম। এমন কিছু সময় আসে জীবনে, যে সময় যৌন মিলন করলেই হতে পারে শরীরের মারাত্মক ক্ষতি। একনজরে দেখে নিন, কোন সময় যৌন মিলন করা উচিত নয়।
advertisement
4/8
মাদকাসক্ত হয়ে: বিশেষজ্ঞদের মতে মাদকাসক্ত অবস্থায় কখনই যৌন মিলনে লিপ্ত হওয়া উচিত নয়। এতে বিভিন্ন দিক থেকে ক্ষতি হতে পারে। একদিকে যেমন মাদকাসক্ত অবস্থায় মন আরও উত্তেজিত হয়ে ওঠে। সেই মুহূর্তের বশে ঘটে যেতে পারে কোনও দুর্ঘটনা। এছাড়াও অ্যালকোহল আমাদের হৃদস্পন্দন বৃদ্ধি করে দেয়, যৌন সঙ্গমও একই কাজ করে। ফলে হৃদরোগ হওয়ার আশঙ্কা থাকে।
advertisement
5/8
ইস্ট ইনফেকশনের সময়: যৌনাঙ্গের স্থান সকলেরই ভীষণ স্পর্শকাতর। তাই পুরুষ বা মহিলা উভয়ের এই স্থানে ফাঙ্গাল ইনফেকশন হয়ে থাকে। তবে এই সময় যৌন সঙ্গম করলে এই ইনফেকশন বৃদ্ধি পেতে পারে বলেই মত বিশেষজ্ঞদের।
advertisement
6/8
ওয়াক্সিংয়ের পর: আরও আকর্ষণীয় হয়ে ওঠার জন্য অনেকেই বডি ওয়াক্সিং করান। আর এই ওয়াক্সিং করার পর ত্বক বেশ সেনসিটিভ থাকে। তাই ওয়াক্সিংয়ের অন্তত ২ দিন পর থেকে শারীরিক মিলনে লিপ্ত হওয়া উচিত বলে পরামর্শ বিশেষজ্ঞদের।
advertisement
7/8
মতানৈক্যের মুহূর্তে: পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে নানা সময় আমাদের সঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে মতবিরোধ হয়। আর পারিবারিক বিশেষজ্ঞদের মতে, এই সময় কখনই যৌন মিলনে লিপ্ত হওয়া উচিত নয়। এই ক্ষেত্রে শারীরিক মিলন বিরূপ প্রভাব ফেলতে পারে দু'জনের সম্পর্কে।
advertisement
8/8
দাবিত্যাগ: প্রতিবেদনটি তথ্য, বিশেষজ্ঞদের পরামর্শ ও সাধারণ জ্ঞানের উপর ভিত্তি করে লিখিত। বাস্তবিক জীবনে ব্যক্তিবিশেষে এইসব বিষয়ের প্রভাব ভিন্ন হতে পারে তাই এই নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
When to Avoid Physical Relation: শারীরিক ঘনিষ্ঠতায় মারাত্মক ক্ষতি 'এই' তিন সময়ে! অবশ্যই জানুন কারণ! কী বলছেন বিশেষজ্ঞরা