Healthy Lifestyle Tips: ১ চামচ ঘি, হু হু করে ঝরবে ওজন, শরীর থেকে টেনে বের করবে সব ক্ষতিকারক পদার্থ, খাবেন কী করে? জেনে নিন বিশেষজ্ঞের ‘ম্যাজিক টিপস’
- Published by:Debolina Adhikari
- news18 bangla
Last Updated:
Weight Loss Tips: ঘি খেলে অনেকক্ষণ ধরে পেট ভরা থাকে৷ এর ফলে বেশি খাবার খেয়ে নেওয়ার প্রবণতা কমে যায়৷ তাই ওজন নিয়ন্ত্রণে ঘি-এর গুরুত্ব অপরিসীম৷
advertisement
1/9

ডায়েটে আছেন, মানেই ঘি একেবারে বাদ অথবা কোলেস্টেরল আছে অর্থাৎ ঘি নৈব নৈব চ৷ কিন্তু ঘি কিন্তু ওতটাও খারাপ নয়৷
advertisement
2/9
খালি পেটে ঘি খেলেই হু হু করে ঝরবে ওজন৷ কথাটা অবাক হলেও সত্যি৷ আসলে ঘিতে প্রচুর পরিমাণে ফ্যাটি-অ্যাসিড রয়েছে৷ এর ফলে শরীরে মেটাবলিক রেট বৃদ্ধি পায়৷ তাই ওজন কমানোর জন্য খালি পেটে রোজ ১ চামচ করে ঘি খান৷
advertisement
3/9
সুন্দর ত্বকের জন্য ঘি-এর কোনও বিকল্প হতে পারে না৷ এর মধ্যে প্রচুর পরিমাণে এ, ডি, ই এবং কে ভিটামিন রয়েছে৷ যা ত্বককে হাইড্রেট রাখতে ও সৌন্দর্য প্রদান করতে সাহায্য করে৷
advertisement
4/9
কেবল আধুনিক যুগের ডায়েট নয়, আয়ুর্বেদ শাস্ত্রেও ঘিয়ের গুরুত্ব রয়েছে৷ ঘি পরিপাক তন্ত্রকে আর্দ্র রাখে৷ এর ফলে শরীর থেকে ক্ষতিকর পদার্থ বেরিয়ে যায়৷
advertisement
5/9
ঘি খেলে অনেকক্ষণ ধরে পেট ভরা থাকে৷ এর ফলে বেশি খাবার খেয়ে নেওয়ার প্রবণতা কমে যায়৷ তাই ওজন নিয়ন্ত্রণে ঘি-এর গুরুত্ব অপরিসীম৷
advertisement
6/9
ঋতু পরিবর্তনের কারণে ঘরে-ঘরে জ্বর-সর্দি কাশি লেগেই রয়েছে৷ ঘিয়ের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্টস এবং হেলদি ফ্যাট থাকে৷ এর ফলে রোগপ্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি পায়৷ তাই শীতকালে খালি পেটে ঘি খাওয়ার চেষ্টা করুন৷
advertisement
7/9
ঘি-এর মধ্যে প্রচুর পরিমাণে গুড ফ্যাট থাকে৷ যার ফলে শরীরে হরমোনের ব্যালান্স ঠিক রাখতে সাহায্য করে৷
advertisement
8/9
ঘি-এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন কে টু থাকে৷ যা হাড়ে ক্যালশিয়ামকে শোষণ করতে সাহায্য করে৷ ফলে হাড়কে শক্ত করতে রোজ সকালে ঘি খাওয়ার চেষ্টা করুন৷
advertisement
9/9
মানসিক অবসাদ, উদ্বেগ কমাতে, মন ভাল রাখতেও ঘি-এর ব্যবহার করতে পারেন৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Healthy Lifestyle Tips: ১ চামচ ঘি, হু হু করে ঝরবে ওজন, শরীর থেকে টেনে বের করবে সব ক্ষতিকারক পদার্থ, খাবেন কী করে? জেনে নিন বিশেষজ্ঞের ‘ম্যাজিক টিপস’