শুধু কন্ডোম-লুব্রিকেট না, শীতকালে যৌন মিলনের সময় বিছানায় রাখুন ইনহেলার! নয়তো মারাত্মক বিপদের আশঙ্কা
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
অনেক সময় এমনও হয় যে, সঙ্গমের সময় শ্বাসকষ্ট হচ্ছে তা বুঝেই ওঠেন না অনেকে।
advertisement
1/8

যৌন মিলনের সময় শারীরিক যে কসরত হয় তাতে ভয়ঙ্কর শ্বাসকষ্টের সমস্যা হতে পারে। বিশেষ করে শীতকালে যখন শ্বাসকষ্টের সমস্যা বাড়ে, তখন সঙ্গমের সময়ও মারাত্মক অ্যাজমা অ্যাটাকের সম্ভাবনা তৈরি হতে পারে।
advertisement
2/8
যাঁদের শ্বাসকষ্টের সমস্যা রয়েছে, তাঁদের সঙ্গমের সময় আরও সতর্কতা নিতে হবে। বিশেষ করে শীতকালে।
advertisement
3/8
বিশেষজ্ঞদের পরামর্শ, যৌন মিলনের সময় বিছানায় লুব্রিকেট বা কন্ডোমই শুধু নয়, কাছে রাখুন ইনহেলারও। নয়তো অ্যাজমা অ্যাটাকের সময় দেরি হলে মারাত্মক বিপদও হতে পারে।
advertisement
4/8
আমেরিকান কলেজ অফ অ্যালার্জির সাম্প্রতিক একটি রিপোর্ট অনুযায়ী, মিলনের সময় ভয়াবহ অ্যাজমা অ্যাটাক হতে পারে। অ্যাজমা ও ইমিউনলজি বিভাগ থেকে এই রিপোর্টটি প্রকাশ করা হয়েছে।
advertisement
5/8
লেখিকা ও গবেষক ডক্টর এরিয়েল লিউঙ্গ জানিয়েছেন, 'অনেকেই জানেন না দু'বার টানা সিঁড়ি চড়ার যে পরিশ্রম, সেই একই পরিশ্রম মিলনপর্বে হয়।'
advertisement
6/8
মিলনের সময় যেহেতু জোরে জোরে শ্বাস পড়ে, ফলে অনেক সময়ই শ্বাসকষ্ট হতে পারে। শ্বাসনালীর পথ সুরু হয়ে গেলেই অ্যাটাক হওয়ার প্রবণতা থাকে। রিপোর্টে বলা হয়েছে, সঙ্গমের সময় পোস্ট কোয়টাল অ্যাজমা এক্সারবেশন হওয়ার সম্ভাবনা থাকে।
advertisement
7/8
অনেক সময় এমনও হয় যে, সঙ্গমের সময় শ্বাসকষ্ট হচ্ছে তা বুঝেই ওঠেন না অনেকে। একই সঙ্গে ধূমপানের অভ্যেস ও অ্যালার্জি থাকলে তা আরও বাড়তে পারে, মত বিশেষজ্ঞদের। ফলে এই মুহূর্তগুলিতে পার্টনারের শারীরিক পরিস্থিতি অবশ্যই খেয়াল রাখতে হবে।
advertisement
8/8
বিশেষজ্ঞদের পরামর্শ, শ্বাসকষ্ট থাকলে যৌন মিলনের অন্তত ৩০ মিনিট আগে ইনহেলার নিতে হবে। তবে সঙ্গমের সময় অ্যাটাকের সম্ভাবনা কম থাকবে। মিলনপর্ব দীর্ঘস্থায়ী হতে পারবে। তবে সমস্যা বাড়াবাড়ি হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
শুধু কন্ডোম-লুব্রিকেট না, শীতকালে যৌন মিলনের সময় বিছানায় রাখুন ইনহেলার! নয়তো মারাত্মক বিপদের আশঙ্কা