Healthy Lifestyle: বিছানায় ‘সিক্সার’ মারতে ইলিশ মাছের জুড়ি নেই, মহিলা-পুরুষদের যৌনইচ্ছা পায় বৃদ্ধি
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
বাঙালি সি ফুড না খেলেও একটি যা জিনিস খায় আর সেটা যে পরিমাণে খায় তাতেই বিদেশিদের বিছানার খেলায় হারানোর ক্ষমতায় বলে বলে গোল দিতে পারে৷ তা হল ইলিশ মাছ৷
advertisement
1/7

#কলকাতা: মাছে -ভাতে বাঙালি এটা একেবার প্রচলিত কথা৷ মাছ খেতে যেমন ভাল তেমনিই মাছের একাধিক গুণও রয়েছে৷ তবে বাঙালি খুব একটা সি ফুড খায় না৷ সি ফুডের একাধিক গুণের পাশাপাশি সেটা যৌন মিলন ক্ষমতাকেও দ্রুত বৃদ্ধি করে৷ এমনকি মহিলাদের প্রজনন ক্ষমতাতেও বড় প্রভাব থাকে এই সি ফুডের৷ তবে বাঙালি সি ফুড না খেলেও একটি যা জিনিস খায় আর সেটা যে পরিমাণে খায় তাতেই বিদেশিদের বিছানার খেলায় হারানোর ক্ষমতায় বলে বলে গোল দিতে পারে৷ তা হল ইলিশ মাছ৷ Photo- Representative
advertisement
2/7
সাম্প্রতিক একটি সমীক্ষায় দেখা গেছে যে দম্পতিরা মাছ খান প্রতি সপ্তাহেই তাঁদের সন্তান ধারণ ক্ষমতা খুব বেশি হয়৷ এমনকি বিয়ের এক বছরের মধ্যে তাঁর এই গুড নিউজ পান৷ Photo- Representative
advertisement
3/7
বস্টনে হাভার্ড টিএইচ চ্যান স্কুল অফ পাবলিক হেলথ এক সমীক্ষায় জানিয়েছে ‘‘সি ফুড থেকে সন্তান জন্মের ক্ষেত্রে বড় সুবিধা হতে পারে৷ এবং এই ধরণের দম্পতিদের যৌন মিলনের ইচ্ছাও খুবই বেশি থাকে৷ ’’ Photo- Representative
advertisement
4/7
মিশিগান ও টেক্সাসের ৫০০ দম্পতির ওপর এই সমীক্ষা চালানোর পরেই এই সি ফুডের গুণ জানা গেছে৷ যার থেকে বাঙালি দম্পতিরাও চাঙ্গা হয়েই উঠতে পারেন কারণ তাঁরা যেভাবে ইলিশ মাছ খান তার থেকে নিশ্চিতভাবে তাঁদের যৌন মিলনের আকাঙ্খা প্রেমকে আরও মাখোমাখো করবে৷ সমীক্ষায় দেখা গেছে সন্তান ধারণের ইচ্ছুক দম্পচতি নিয়মিত খাবারের মধ্যে এই ধরণের মাছ লাগলে তাঁদের যৌন ইচ্ছা বা লিবিডো প্রভাবিত হয়৷ সমীক্ষায় দেখা গেছে যে দম্পতিরা মাছ খান না তাঁদের থেকে যাঁরা মাছ খান তাঁদের শারীরিক মিলনের ইচ্ছা ২২ শতাংশ বেশি৷ Photo- Representative
advertisement
5/7
এই ধরণের খাবার খাওয়া শুধুমাত্রা মহিলাদের সেক্স ড্রাইভেই প্রভাব ফেলে তা নয়৷ পুরুষদের সেক্সেও বড় বদল ঘটায়৷ যৌন মিলনের ইচ্ছা অনেকটাই বাড়িয়ে দেয় এই ধরণের সি ফুড বাঙালিরা যা ইলিশ মাছের ফর্মে খেয়ে থাকেন৷ Photo- Representative
advertisement
6/7
পুরুষের শুক্রাণুর গুণগত মান উন্নত করে৷ অন্যদিকে মহিলাদের ডিম্বানু উৎপাদন এবং তাঁরও ফার্টিলিটি রেটকে উন্নত করে৷ Photo- Representative
advertisement
7/7
আসলে মাছে প্রোটিনের পরিমাণ এবং অন্যান্য গুণগত জিনিসের পরিমাণ খুবই বেশি থাকে৷ যা খুবই ভাল ও পুষ্টিকর ডায়েট হয়৷ তবে দেখতে হবে যেকোনও মাছেই যেন মার্কারি এক্সপোজার না থাকে৷ Photo- Representative
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Healthy Lifestyle: বিছানায় ‘সিক্সার’ মারতে ইলিশ মাছের জুড়ি নেই, মহিলা-পুরুষদের যৌনইচ্ছা পায় বৃদ্ধি