TRENDING:

Healthcare: জটিল চর্মরোগ, হাঁটুর ব্যথা, সর্দি-কাশির যম এই শাক! বাড়ির আশে-পাশেই পেয়ে যাবেন! চিনে নিন

Last Updated:
Healthcare: বাড়ির আশে পাশে অবহেলায় আগাছার মতো বেড়ে ওঠে এই শাক! গুণ জানলে চমকে যাবেন! জানুন চিকিৎসকের মত
advertisement
1/6
জটিল চর্মরোগ, হাঁটুর ব্যথা, সর্দি-কাশির যম এই শাক! বাড়ির আশে-পাশেই পেয়ে যাবেন!
সর্দি কাশি, চর্মরোগ কিংবা হাঁটুর ব্যথায় ভুগছেন এই একটি শাক সব যন্ত্রণা থেকে দেবে মুক্তি। গ্রামে বিভিন্ন আগাছার মধ্যে জন্মানো শাক গুলির মধ্যে অন্যতম হল শ্বেতাদ্রোণ বা ধুলফি শাক।এই শাকে রয়েছে নানা ধরনের ঔষধি গুণাগুণ রয়েছে।
advertisement
2/6
আয়ুর্বেদিক চিকিৎসক ডাক্তার জিতেন বর্মন জানান, এই শ্বেতদ্রোণ বা ধুলফি শাকের গাছের পাতার রস ও থানকুনি পাতার রস এক সঙ্গে খেলে উপকার পাওয়া যায়।এছাড়া কৃমি হলে এই গাছের পাতার রস অল্প লবণ মিশিয়ে খেলে কৃমি নাশ হয় ।
advertisement
3/6
শুধু তাই নয় আমাশয় রোগে এর পাতা নিয়ে গোলমরিচ একসঙ্গে পিষে খেলে আমাশয় রোগ ভাল হয়।শ্বেতদ্রোণ পাতার রস গরম করে মধুর সাথে মিশিয়ে খেলে বিভিন্ন উপকার পাওয়া যায়।শ্বেতদ্রোণ পাতা বেটে সেই রস সারা দেহে ভাল করে মাখলে চুলকানি ও চর্মরোগ ভাল হয়।
advertisement
4/6
কমবেশি সারাবছরই এই শ্বেতদ্রোণ বা ধুলফি গাছে ফুল ফোটে। পাতা লম্বাটে, সম্মুখভাগ চিকন ও খাঁজকাটা। কাণ্ড অনেক গিঁটযুক্ত। প্রতিটি গিঁট থেকে দুটি করে পাতা বের হয়। গাছ হালকা ও ভঙ্গুর।
advertisement
5/6
যেহেতু ফুলে মধু আছে তাই সকালে ফুল ফোটার পরপরই এই ফুলে নানা ধরনের পিঁপড়ার আনাগোনা দেখা যায়। ফুল মুখে নিয়ে স্ট্র-এর মতো টানলে মধুর মিষ্ট স্বাদ অনুভূত হয়।শ্বেতদ্রোণের কচি কাণ্ড ও পাতা শাক হিসেবে খাওয়ার প্রচলন আছে।
advertisement
6/6
ঝোপঝাড়ের পাশাপাশি রবিশস্য ক্ষেতে এই গাছ আগাছা হিসেবে জন্মে থাকে। ভেষজ চিকিৎসায় কাণ্ড ও পাতা ব্যবহৃত হয়ে থাকে। বাত, সর্দি-কাশি, পেট ফাঁপা, বদ হজম, বিছার কামড়ে, রক্ষপাত বন্ধে ও মেয়েদের পিরিয়ডসের সময় অধিক রক্তপাত এড়াতে এই গাছ বেশ উপকারী।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Healthcare: জটিল চর্মরোগ, হাঁটুর ব্যথা, সর্দি-কাশির যম এই শাক! বাড়ির আশে-পাশেই পেয়ে যাবেন! চিনে নিন
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল