Healthcare: বহু জটিল রোগ থেকে মুক্তি দেবে এই শাক! ধরে রাখবে যৌবন! জানুন চিকিৎসকের মত
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:Souvik Roy
Last Updated:
Healthcare: সস্তার এই শাক শরীরের বহু জটিল রোগ দূরে রাখে! চনমনে থাকে শরীর! জানুন উপকারিতা
advertisement
1/5

এক কাপ পালং শাক শরীরের দৈনিক ফাইবার চাহিদার ২০ শতাংশ পূরণ করে। পাশাপাশি ভিটামিন ‘এ ’ও ‘কে’-তে ভরপুর পালং শাক। পালং শাকে রয়েছে প্রোটিন, ভিটামিন ‘সি’, ভিটামিন ‘ই’, আয়রন, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ম্যাঙ্গানিজ, জিংক, ফলিক অ্যাসিড ও সেলেনিয়াম।
advertisement
2/5
অন্তত এমনটাই জানাচ্ছেন বিশিষ্ট ডাক্তার কৌশিক সেনগুপ্ত।পালং শাকে ক্যালরির পরিমাণও অনেক। কাজেই যত ইচ্ছা খান, ওজন বাড়ার চিন্তা নেই।
advertisement
3/5
শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ঘটিয়ে বাইরের যে কোনও ভাইরাস বা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। সেই সঙ্গে শরীরকে সুস্থ রাখতেও দুর্দান্ত কাজ করে এই শাক।
advertisement
4/5
পালং শাকে সঙ্গে টমেটোর রস মিশিয়ে পান করলে এটি শারীরিক দুর্বলতা , ক্লান্তিবোধ, অলসতা দূর করতে সাহায্য করে। এই উপকারী জুস প্রতিদিন পান করলে ত্বকের বলিরেখা দূর হয়।
advertisement
5/5
পালং শাকের সঙ্গে গাজরের রস মিশিয়ে খেলে অ্যামিনিয়া বা রক্তল্পতার সমস্যা দূর হয়। এছাড়া ত্বক সংক্রান্ত সমস্য়া থেকে মুক্তি পেতে, শরীরের ক্ষত দ্রুত সেরে ওঠে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Healthcare: বহু জটিল রোগ থেকে মুক্তি দেবে এই শাক! ধরে রাখবে যৌবন! জানুন চিকিৎসকের মত