TRENDING:

Healthcare-Milk: বাসর-রাতে নব দম্পতিকে কেন কেশর-দুধ খাওয়ানো হয় জানেন? উপকারিতা জানলে আপনিও খাবেন

Last Updated:
Healthcare-Kesar Milk: দুধে শুধু কেশর নয় মেশানো হয় আরও অনেক কিছু! জেনে নিন কী কী মেশানো হয়! শরীরের জন্য দারুণ ভাল
advertisement
1/6
নব দম্পতিকে কেন কেশর-দুধ খাওয়ানো হয় জানেন? উপকারিতা জানলে আপনিও খাবেন
বাসর রাতে স্বামীকে এক গ্লাস দুধ খাওয়ানোর রীতি বেশ প্রচলিত আমাদের দেশে! বলিউডের সিনেমা হোক বা বাংলা সিনেমা অনেক জায়গাতেই দেখা গিয়েছে নতুন বউ এক গ্লাস দুধ বানিয়ে নিয়ে যায় স্বামীর জন্যে! কিন্তু বাসর রাতে কেন নব বধূ এবং বরকে এক গ্লাস দুধ খাওয়ানো হয় জানেন? অবাক হবেন photo source collected
advertisement
2/6
প্রথমত এই দুধ খাওয়ানোকে অনেকেই বলবেন প্রচলিত রীতি! বহু পুরোনো এই নিয়ম। তবে আজকের দিনেও কিন্তু মানা হয় এই নিয়ম! তবে এর পিছনে বৈজ্ঞানিক কারণ আছে। যা জানলে চমকে যাবেন photo source collected
advertisement
3/6
দুধকে সব সময় সুপারফুড বলা হয়! দুধের মধ্যে নানা পুষ্টিগুণ রয়েছে যা শরীরের জন্য খুব কাজের! ফুলশয্যার রাতে স্বামী-স্ত্রী উভয়কেই খাওয়ানো যেতে পারে এই দুধ! এতে সারাদিনের যে পরিশ্রম যায় নব দম্পতির তা থেকে নিমেষে মুক্তি মেলে! photo source collected
advertisement
4/6
তবে শুধু দুধ নয়! এতে মেশানো হয় কেশর! দম্পতির নবজীবনের সূত্রপাত যেন শুভ হয়, সেই জন্যেই মূলত এই রীতির প্রচলন। photo source collected
advertisement
5/6
পাশাপাশি কেশরে থাকা বিশেষ যৌগ কামউদ্দীপক হিসেবে কাজ করে। তাই নবজীবনের শুভ সূচনায় এই পানীয় সত্যিই উপকারী! আগে এই দুধে শুধু কেশর নয়, পাশাপাশি মৌরির রস, মধু, চিনি, হলুদ, গোলমরিচের মতো মশলাও মেশানো হত! তবে শুধু বাসর রাতেই এই দুধ খেতে হবে এমন কোনও মানে নেই!এই দুধ ওজন কমাতেও ম্যাজিকের মতো কাজ করে! তবে রোজ না খেয়ে সপ্তাহে তিন দিন খান! photo source collected
advertisement
6/6
শরীরের ক্লান্তি দূর করতে এই দুধ আপনি যেকোনও সময় খেতে পারেন! তবে রাতে এই দুধ খেয়ে ঘুমোলে সকালে একেবারে তরতাজা মনে হবে! কিন্তু যাদের দুধ খেলে হজম বা অন্য সমস্যা হয় তারা কিন্তু খাবেন না দুধ! ত্বকের সেকোনও সমস্যায় এই কেশর দুধ কিন্তু কাজ দেয়! সব থেকে বড় এই দুধ নিয়মিত খেলে বলিরেখা পড়ে না সহজে। বয়সের ছাপ পড়ে না চেহারায়!
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Healthcare-Milk: বাসর-রাতে নব দম্পতিকে কেন কেশর-দুধ খাওয়ানো হয় জানেন? উপকারিতা জানলে আপনিও খাবেন
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল