Healthcare: রক্তচাপ, শ্বাসকষ্ট কমায়, স্মৃতিশক্তি বাড়ায়! অবহেলিত এই শাকের উপকার চমকে দেবে
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
Healthcare: আগাছার মতো বেড়ে ওঠে এই শাক! অনেকেই খেতে চান না! তবে এই শাকের উপকার জানলে রোজ খাবেন! জানুন চিকিৎসকের মত
advertisement
1/5

অযত্নের শুষনি শাকে রয়েছে বহু উপকারী গুণ! মূলত এই পাতা ট্রেস কমাতে সাহায্য করে। স্মৃতিশক্তি বাড়ায় ও রক্ত চাপ কমায়।
advertisement
2/5
গ্রাম বাংলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বহু শাকসবজি। যাদের ঔষধি গুণ অনেক। সেই সমস্ত গাছ পাতার মধ্যে অন্যতম হল শুনানি শাক।
advertisement
3/5
স্মৃতিশক্তি বাড়াতে শুষনি পাতা ভীষণ উপকারী। এই পাতা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।
advertisement
4/5
শ্বাসকষ্ট বা হাঁপানির ক্ষেত্রেও শুষনি পাতার উপকারী গুণ রয়েছে। কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করা এবং হজম শক্তি বাড়াতে দারুণ কার্যকর এই পাতা।
advertisement
5/5
মাথার চুলের ক্ষেত্রেও উপকারী ভূমিকা পালন করে এই শুষনি পাতা। এ প্রসঙ্গে চিকিৎসক ডাঃ সৌরেন্দু শেখর বিশ্বাস জানান, এই পাতায় রয়েছে প্রয়োজনীয় প্রোটিন। এই পাতায় প্রয়োজনীয় উপাদান স্নিগ্ধতা আনে। রক্ত চাপ কমাতে সাহায্য করে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Healthcare: রক্তচাপ, শ্বাসকষ্ট কমায়, স্মৃতিশক্তি বাড়ায়! অবহেলিত এই শাকের উপকার চমকে দেবে