Healthcare: গরম তেল হাতে পড়েছে? দাঁদ যাচ্ছে না? সর্দি-কাশি? এই ফুল আর পাতাতেই মিলবে মুক্তি
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:SUVOJIT GHOSH
Last Updated:
Healthcare: বাড়ির পাশেই ঝোপে ঝাড়ে হামেশাই দেখা মেলে এই ফুলের। সব সমস্যার সমাধান এই গাছেই! চিনে নিন!
advertisement
1/6

বাড়ির পাশেই ঝোপে ঝাড়ে হামেশাই দেখা মেলে এই ফুলের। সন্ধ্যামালতী সবার কাছে খুবই পরিচিত একটি ফুলের গাছ। তবে এটি শুধু যে রঙের বাহারে শোভা বর্ধন করে তা নয়, রয়েছে অনেক গুণ!
advertisement
2/6
রঙিন এই ফুলে যেমন আপদকালীন চিকিৎসা হয়, তেমনই সারে পুরোনো চর্মরোগ, বারোমেসে খুসখুসে কাশিতেও দারুণ কার্যকারী এই গাছের পাতা
advertisement
3/6
অনেক সময় রান্না করতে গিয়ে গরম তেলে ছিটকে হাত পুড়ে যায়। ফলে প্রচণ্ড জ্বালা করে। সন্ধ্যা মালতী ফুলের পাতার রস লাগালে আগুন পুড়ে জায়গাটি লাগালে উপকার পাওয়া যায়
advertisement
4/6
কাশি অনেক মানুষের বারো মাসের সমস্যা। এই কাশি প্রতিরোধ করতে সন্ধ্যা মালতি পাতার রস খেলে দ্রুত সেরে যায়
advertisement
5/6
দার্ঘ দিনের দাঁদ চুলকানিতে এই ফুল অব্যর্থ কাজ করে। সন্ধ্যা মালতি ফুলের রস লাগালে দাঁদ দ্রুত সেরে যায়
advertisement
6/6
এই ফুলে রয়েছে অনেক ওষুধি গুণ। যা সব সময় খুব কাজের!
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Healthcare: গরম তেল হাতে পড়েছে? দাঁদ যাচ্ছে না? সর্দি-কাশি? এই ফুল আর পাতাতেই মিলবে মুক্তি