Healthcare: সঙ্গমের ইচ্ছে বাড়ায় এই সবজি! শীতে খান চিকিৎসকের পরামর্শ মেনে!
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:SUSMITA GOSWAMI
Last Updated:
Healthcare: শীতের এই সবজি শরীরের জন্য দারুণ ভাল! শরীরের নানা কিছুতে জাদুর মতো কাজ করে! কীভাবে খাবেন জানুন
advertisement
1/6

শীতকাল আসতেই বাজার চারিদিকে ছেয়ে যায় পেঁয়াজ কলিতে। এসময় নানারকম পুষ্টিকর সবজির ভিড়ে একটি পরিচিত সবজি হল পেঁয়াজ কলি। শীতে বাঙালির রান্নাঘরে প্রত্যহ খাবারের পাতে দেখা যায় পেঁয়াজ কলির রকমারি স্বাদের পদ। চিকিৎসক সুবোধ দাস জানান, পেঁয়াজ কলিতে বেদনা উপশমকারী উপাদান থাকায় এটি দ্রুত মাথা ব্যথা, মাংসপেশির ব্যথা এবং হাড়ের ব্যথা থেকে মুক্তি দেয়।
advertisement
2/6
বিভিন্ন ধরণের ক্ষত থেকে রক্তপাত বন্ধ এবং সেই ক্ষতকে ইনফেকশন মুক্ত করতে বিশেষ উপকারী সবজি হিসেবে ব্যবহার করা হয় পেঁয়াজ কলি।
advertisement
3/6
টাইফয়েড, ত্বকের বিভিন্ন প্রদাহ, ফুড পয়জনিং এবং দেহের দুর্গন্ধ রোধে পেঁয়াজ কলি অনেক উপকারী।
advertisement
4/6
পেঁয়াজ কলি ভিটামিন এ সমৃদ্ধ। যা দৃষ্টি শক্তি উন্নত করতে সাহায্য করে। তাই দৃষ্টি শক্তি উন্নত করতে পেঁয়াজ কলি খাওয়া উপকারী।
advertisement
5/6
পেঁয়াজের রস টেস্টোস্টেরন হরমনের ক্ষরণ বেশ খানিকটা বাড়িয়ে দেয়। ফলে স্বাভাবিকভাবেই সঙ্গমের ইচ্ছা বা স্ফুর্তি অনেকটাই বৃদ্ধি পায়।
advertisement
6/6
সর্দি কমাতে পেঁয়াজ কলি দারুণ উপকারী। এটা সর্দি কমাতে এবং শীতজনিত ঠান্ডা লাগা থেকে বাঁচাতে যথেষ্ট উপকারী।