Healthcare: পরিচিত এই তেলেই দূর হবে জটিল রোগ থেকে ত্বক ও চুলের সব সমস্যা! জানুন
- Reported by:SUVOJIT GHOSH
- hyperlocal
- Published by:Piya Banerjee
Last Updated:
Healthcare: রান্নার এই তেলই বহু রোগের ওষুধ! জানুন কীভাবে ব্যবহার করবেন! ম্যাজিকের মতো কাজ করবে
advertisement
1/5

বডি অয়েল আর সুগন্ধিত চুলে মাখার তেলের রমরমায় মানুষ ভুলতে বসেছে ঔষধি গুণ সমৃদ্ধ নিত্য ব্যবহৃত এই তেলকে। ঔষধি গুণাগুণের জন্য প্রাচীনকাল থেকেই আয়ুর্বেদ চিকিৎসায় ব্যবহার হয়ে আসছে সর্ষের তেল
advertisement
2/5
সরিষার তেল ত্বকের দাগ দূর করে ত্বককে প্রাকৃতিক ভাবে উজ্জ্বল করতে পারে। এজন্য বেসন, দই, সরিষার তেল ও কয়েকফোঁটা লেবুর রস একত্রে মিশিয়ে মিশ্রণটি আপনার ত্বকে লাগান। ১০-১৫ মিনিট পরে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। ভালো ফল পেতে সপ্তাহে ৩ বার ব্যবহার করুন
advertisement
3/5
সরিষার তেল চুলের বৃদ্ধিতে সাহায্য করে, অকালে চুল সাদা হওয়া রোধ করে ও চুল পড়া কমায়। সরিষার তেল ভিটামিন ও খনিজে পরিপূর্ণ থাকে।প্রতিরাতে চুলে সরিষার তেল মালিশ করে লাগালে চুল কালো হয়
advertisement
4/5
সরিষার তেলে গ্লুকোসিনোলেট নামক উপাদান থাকে যা অ্যান্টিকারসিনোজেনিক উপাদান হিসেবে পরিচিত। তাই ক্যান্সারজনিত টিউমারের গঠন প্রতিরোধে সাহায্য করে সরিষার তেল। এর ফাইটোনিউট্রিয়েন্ট কোলোরেক্টাল ও গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ক্যান্সার থেকে সুরক্ষা প্রদান করে
advertisement
5/5
ঠোঁটের যত্নে সরিষার তেল চমৎকার প্রতিকার হিসেবে কাজ করে যেখানে লিপ বাম বা চ্যাপ স্টিক অকার্যকর। ঘুমাতে যাওয়ার আগে আপনার নাভির মধ্যে এক বা দুই ফোঁটা সরিষার তেল দিন। তাহলে আর কখনোই আপনার ঠোঁট শুকাবে না বা ফাটবে না
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Healthcare: পরিচিত এই তেলেই দূর হবে জটিল রোগ থেকে ত্বক ও চুলের সব সমস্যা! জানুন