Healthcare: হাড়ের ব্যথা থেকে শুরু করে ক্যানসার, দূরে রাখে এই শাক! জানুন চিকিৎসকের মত
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:Susmita Goswami
Last Updated:
সরষে শাক শুধুই স্বাদে অতুলনীয় নয়, পুষ্টিগুণে ভরপুর। চিকিৎসক দীপঙ্কর ঘোষ জানান,
advertisement
1/5

সরষে শাকে রয়েছে ভিটামিন কে-এর ভাণ্ডার। নিয়মিত সরষে শাক খেলে হাড়ের ক্ষয়জনিত রোগ থেকে মুক্তি মিলবে। চোট ও আঘাতজনিত কারণে হাড় ভাঙার আশঙ্কাও অনেকটাই কমবে।
advertisement
2/5
সরষে শাকে থাকা গ্লুকোসিনোলেটস নামক উদ্ভিজ যৌগের গ্রুপ বেশি থাকে। এটি স্বাস্থ্যকর কোষগুলিকে ডিএনএ সম্পর্কীয় ক্ষতি থেকে রক্ষা করে, দূরে রাখে ক্যানসার থেকেও।
advertisement
3/5
নিয়মিত সরষে শাক খেলে হার্টের অসুখে আক্রান্ত হওয়ার আশঙ্কা বহু গুণে কমে। এতে এমন কিছু উপাদান উপস্থিত রয়েছে যা রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে।
advertisement
4/5
অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরে অক্সিডেটিং স্ট্রেস কমাতে সাহায্য করে। সরষে শাকে রয়েছে বিটা ক্যারোটিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট। এটি শরীরের ফ্রি র্যাডিক্যালকে নষ্ট করে।
advertisement
5/5
বাড়ন্ত বয়সের বাচ্চাদের বছর বছর মাইনাস পাওয়ার বাড়ার একটা প্রবণতা থাকে। সেই সমস্যার সমাধান করতে চাইলে সন্তানকেও খাওয়াতে পারেন সরষে শাক। এতেই বাচ্চার চোখের পাওয়ার ঠিক হবে তরতরিয়ে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Healthcare: হাড়ের ব্যথা থেকে শুরু করে ক্যানসার, দূরে রাখে এই শাক! জানুন চিকিৎসকের মত