Healthcare: এই টেস্ট না করে বিয়ের পিঁড়িতে বসবেন না! বড় বিপদ থেকে বাঁচতে জানুন চিকিৎসকের মত
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
Healthcare: বিয়ের আগে পাত্র ও পাত্রীর এই বিশেষ কয়েকটি মেডিক্যাল টেস্ট করা জরুরি! সুখি জীবন চাইলে এখুনি জানুন কী করতে হবে
advertisement
1/6

আপনার যদি সামনেই বিয়ের তারিখ আসতে চলেছে কিংবা বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তবে তার আগে বেশ কিছু বিষয় প্রস্তুতির পাশাপাশি একটু স্বাস্থ্য বিষয়ে পরীক্ষা করে নেওয়া উচিত বর ও কনে উভয়েরই।
advertisement
2/6
বিয়ে জীবনের একটি অন্যতম বড় পদক্ষেপ। ছেলে-মেয়ে উভয়েরই বিয়ে নিয়ে অনেক পরিকল্পনা থাকে৷ বিয়ের জন্য ছাদনাতলায় যাবার আগে বর এবং কনের উভয়েরই কোন কোন পরীক্ষা করা বাধ্যতা মূলক,চোখ বুলিয়ে নিন একনজরে।
advertisement
3/6
যৌনরোগ সংক্রান্ত পরীক্ষা বিয়ের আগে করিয়ে নেওয়া জরুরি। চিকিৎসক অনিরুদ্ধ বিশ্বাস জানান, বিয়ের আগে বর ও কনে উভয়েরই এইচআইভি, হেপাটাইটিস বি ও সি, মতো যৌনরোগের ব্যাপারে আগে থেকে জানা থাকলে সংক্রমণ প্রতিরোধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া যাবে।
advertisement
4/6
বিয়ের আগে আরও একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য পরীক্ষা হল ইউটেরাস এবং ওভারিতে কোনও সমস্যা আছে কিনা তা দেখে নেওয়া জরুরি।
advertisement
5/6
বাবা ও মা উভয়েই যদি থ্যালাসেমিয়ার বাহক হন, তাহলে সন্তানের মধ্যে অসুখটি স্থানান্তরিত হওয়ার সম্ভাবনা থাকে৷ তাই বিয়ের আগে ‘হিমোগ্লোবিন ই বিটা থ্যালাসেমিয়া’ টেস্ট করানো আবশ্যক৷
advertisement
6/6
জেনেটিক ডিসঅর্ডার কিন্তু এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে ছড়ায়। তাই বিয়ের আগে জেনেটিক টেস্ট করা খুবই জরুরি। আর পারলে বিয়ের আগে দুই পরিবারেরই মেডিক্যাল হিস্ট্রি জেনে নিন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Healthcare: এই টেস্ট না করে বিয়ের পিঁড়িতে বসবেন না! বড় বিপদ থেকে বাঁচতে জানুন চিকিৎসকের মত