Healthcare-Almond: হাঁটুতে ব্যথা! সকালে উঠলেই গা-হাত পায়ে ব্যথা! সব দূর হবে আমন্ডে! জানুন বিশেষজ্ঞের মত
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
Healthcare-Almond: প্রতিদিন খাবারের তালিকায় রাখুন কয়েকটা আমন্ড বাদাম! শরীরের নানা উপকার হবে! জানুন
advertisement
1/6

প্রতিদিন সহজ খাদ্য তালিকার মধ্য দিয়েই শরীর সুস্থ রাখার উপায়। প্রতিদিনের খাবারের তালিকায় কয়েকটা আমন্ড বাদাম রাখলেই দারুণ উপকার পাওয়া যেতে পারে। এ বিষয়ে বিস্তারিত জানান, অভিজ্ঞ ডায়েটিশিয়ান অরিজিৎ দে।
advertisement
2/6
হাঁটু বা গাঁটের ব্যথা, হাঁটাচলা করতে সমস্যা। এই সমস্যা আরও বেড়ে যাওয়ার কারণ প্রতিদিনের খাবারে বদ অভ্যাস। এই সমস্যা সমাধানে দারুণ কার্যকরী আমন্ড।
advertisement
3/6
ডায়াবেটিস রক্তচাপ ও হৃদরোগের মত মারাত্মক সমস্যার ঝুঁকি কম করতে পারে আমন্ড।
advertisement
4/6
আমন্ড রয়েছে ম্যাগনেসিয়াম কপারের মত বিভিন্ন খনিজ। ভিটামিন-ই তে ভরপুর। আমন্ড এ রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন।
advertisement
5/6
বিশেষ করে মস্তিষ্কের কার্যক্ষমতা ভাল রাখতে সাহায্য করে আমন্ড।
advertisement
6/6
এছাড়াও আমন্ড এ রয়েছে নানা গুণ। প্রতিদিন কয়েক খানা আমন্ড খেলে শরীরের পক্ষে দারুণ উপকারী। রোজ সকালে খালি পেটে আমন্ড খান! আগের দিন রাতে ভিজিয়ে রেখেও খেতে পারেন! উপকার পাবেন!
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Healthcare-Almond: হাঁটুতে ব্যথা! সকালে উঠলেই গা-হাত পায়ে ব্যথা! সব দূর হবে আমন্ডে! জানুন বিশেষজ্ঞের মত