TRENDING:

Do you know: আপনার পায়ের পাতার মধ্যেই লুকিয়ে থাকে হাজারো রোগের লক্ষণ! দেখতে পেলে অবহেলা করবেন না কিন্তু

Last Updated:
যদি দেখছেন, পায়ে ইদানীং কম শক্তি অনুভব করছেন, বুঝবেন, হয়ত আপনার ডায়াবেটিসের সমস্যা রয়েছে। একইভাবে, যদি আপনার পায়ের আকৃতি আঁকাবাঁকা হয়ে থাকে, তবে এটি ফুসফুসের ক্যান্সার বা হৃদরোগের লক্ষণ হতে পারে.. আসুন দেখে নেওয়া যাক কী কী সেই লক্ষণ, যা দেখে আপনি সতর্ক হবেন৷
advertisement
1/10
আপনার পায়ের পাতার মধ্যেই লুকিয়ে হাজারো রোগের লক্ষণ! দেখতে পেলে অবহেলা করবেন না
কোনও মানুষের পা দেখেই কিন্তু বলে দেওয়া যায় সেই ব্যক্তির শরীরে কোনও রোগ বাসা বেঁধে বসে রয়েছে কি না৷ শরীরে কিছু সমস্যা দেখা দিলে পা-ও সেই সম্পর্কে গোপন সঙ্কেত দেয়। পায়ের মধ্যেই লুকিয়ে থাকে অনেক রোগের লক্ষণ। যদি দেখছেন, পায়ে ইদানীং কম শক্তি অনুভব করছেন, বুঝবেন, হয়ত আপনার ডায়াবেটিসের সমস্যা রয়েছে। একইভাবে, যদি আপনার পায়ের আকৃতি আঁকাবাঁকা হয়ে থাকে, তবে এটি ফুসফুসের ক্যান্সার বা হৃদরোগের লক্ষণ হতে পারে.. আসুন দেখে নেওয়া যাক কী কী সেই লক্ষণ, যা দেখে আপনি সতর্ক হবেন৷
advertisement
2/10
পায়ে কড়া পড়ার দাগ: পায়ে কড়া পড়ার বিষয়টি চিকিৎসার পরিভাষায় প্লান্টার ওয়ার্ট নামে পরিচিত৷ এটি প্রাথমিক ভাবে দেখতে সাদা শক্ত মতো হয়৷ ধীর ধীরে রঙ বদলে বাদামি বা কালো হতে থাকে৷ তাই পায়ে কড়া পড়ার মতো সমস্যাকে কখনও অবহেলা করবেন না৷ মানব প্যাপিলোমা ভাইরাসের কারণেই হয় এই প্ল্যান্টার ওয়ার্ট বা পায়ে কড়া পড়ার মতো সমস্যা। এগুলি সাধারণ ভাবে কোনও ক্ষতি না করলেও, এই ভাইরাসের কিছু সাব টাইপ ক্যানসারের কারণ পর্যন্ত হতে পারে৷
advertisement
3/10
আয়রনের ঘাটতি: শরীরে আয়রনের ঘাটতি থাকলেও তার লক্ষণ পায়ের মধ্যে লুকিয়ে থাকে৷ শরীরে আয়রনের ঘাটতি হলে পায়ের নখগুলো চামচের মতো আকৃতিতে পরিবর্তিত হতে শুরু করে।
advertisement
4/10
পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজ (PAD): যদি পায়ের কোনও অংশ থেকে লোম কমে যায়, হঠাৎ করে সেই জায়গায় নীল শিরা দেখা দিতে শুরু করে৷ তাহলে এটি PAD-এর লক্ষণ হতে পারে। এই রোগে ধমনী পাতলা হতে শুরু করে৷ যার ফলে পায়ে রক্ত ​​চলাচল কমে যায়। দ্রুত এর চিকিৎসা করা দরকার।
advertisement
5/10
ফুসফুসের ক্যানসার: হাত পায়ের আঙুল যদি বেঁকে যেতে শুরু করে, অথবা যদি ত্বকের রঙ বদলে যায়, বা আঙুলগুলি পাশাপাশি জুড়ে যেতে শুরু করে, তাহলে এটি ফুসফুসের ক্যানসারেরও লক্ষণ হতে পারে৷ ওই ব্যক্তি দীর্ঘস্থায়ী ফুসফুসের রোগেও আক্রান্ত হতে পারেন৷ তাঁর হৃদরোগের সম্ভাবনাও থাকতে পারে।
advertisement
6/10
ডায়াবেটিস: রক্তে শর্করার মাত্রা বেড়ে গেলে পায়ের পাতায় ঘন ঘন ঘা হতে পারে। গ্যাংগ্রিনের সমস্যাও বড় আকার নিতে পারে৷ তারপরে সেই ঘা সারতেও সময় লাগে৷ একে ডায়াবেটিক ফুট বলা হয়। এমন হলেও কিন্তু কখনওই অবহেলা করবেন না৷ দ্রুত চিকিৎসক দেখিয়ে রক্ত পরীক্ষা করুন৷
advertisement
7/10
ইউরিক অ্যাসিড: পায়ের গোড়া বা গোড়ালির কাছটা ঘনঘন ফুলে যাচ্ছে? সঙ্গে ব্যথাও রয়েছে? হতে পারে এটা আপনার শরীরে ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার লক্ষণ৷ দ্রুত চিকিৎসক দেখান৷
advertisement
8/10
কিডনির অসুখ: পা ফুলে ঢোল হয়ে যাচ্ছে? আপনার কি ডায়াবেটিসের হিস্ট্রি-ও রয়েছে, তাহলে এক সেকেন্ডও সময় নষ্ট করবেন না৷ দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন৷ হতেই পারে আপনার কিডনির সমস্যা শুরু হচ্ছে৷
advertisement
9/10
আর্থ্রাইটিস: রিউমাটয়েড আর্থারাইটিসের ক্ষেত্রে পায়ের আঙুল বেঁকে যেতে শুরু করে৷ পায়ে অসম্ভব ব্যথা হয়৷ পায়ের পাতাতেও ঘা হতে পারে৷
advertisement
10/10
বুনিয়ন: অনেকেই দেখবেন পায়ের বুড়ো আঙুলের জয়েন্টের জায়গায় বড় লাম্প হয়ে, আঙুল বেঁকেও যায়৷ ধীরে ধীরে এই রোগ অন্যান্য আঙুলেও ছড়িয়ে পড়ে৷ এমন কিছু হলেও অবহেলা করবেন না৷ (Disclaimer: এই প্রতিবেদনে থাকা তথ্য ইন্টারনেট থেকে সংগৃহীত৷ এর সত্যতা নিউজ ১৮ নিশ্চিত করে না)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Do you know: আপনার পায়ের পাতার মধ্যেই লুকিয়ে থাকে হাজারো রোগের লক্ষণ! দেখতে পেলে অবহেলা করবেন না কিন্তু
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল