TRENDING:

World Chocolate Day 2021: চকোলেট খান, বেশিদিন বাঁচুন

Last Updated:
Chocolate খেলে সুস্থ থাকে হার্ট অন্যদিকে দীর্ঘদিন স্মৃতিশক্তি অটুট এমনকি ক্যানসারও প্রতিরোধ করতেও সক্ষম এটি
advertisement
1/8
World Chocolate Day 2021: চকোলেট খান, বেশিদিন বাঁচুন
৭ জুলাই ওয়ার্ল্ড চকোলেট ডে। কলেট খেতে বড় থেকে ছোট সবাই ভালবা সে। অনেকেই ওজন বৃদ্ধি, ক্যাভেটিসের ভয়ে চকলেট থেকে দূরে থাকেন। তবে Chocolate খেলে সুস্থ থাকে হার্ট অন্যদিকে দীর্ঘদিন স্মৃতিশক্তি অটুট এমনকি ক্যানসারও প্রতিরোধ করতেও সক্ষম এটি
advertisement
2/8
বাচ্চা থেকে বড়, সকলেই Chocolate খেতে খুব ভালোবাসে। Chocolate খেতে ভালোবাসে না, এমন মানুষ বোধহয় খুঁজে পাওয়া যাবে না। জন্মদিন হোক, কিংবা যে কোনও অনুষ্ঠান, এক টুকরো চকোলেট চাই-ই চাই।
advertisement
3/8
বেশি চকোলেট খাওয়া নাকি ভালো নয় ৷ এতে দাঁত খারাপ হতে পারে ৷ আপাতত এই ভুল তথ্যকে গুলি মারুন ৷ বরং ডাক্তাররা বলছেন, চকোলেট খেলে দাঁত ভালো থাকে ৷ দাঁতের গোড়া শক্ত রাখার ব্যাপারে চকোলেট দারুণ ৷ তবে চকোলেট খেয়ে দাঁত মেজে নেওয়া উচিত ৷
advertisement
4/8
ব্লাড প্রেসার ? রোজ খান ডার্ক চকোলেট ৷ নিয়মিত ডার্ক চকোলেট খেলে ব্লাড প্রেসার থাকবে নিয়ন্ত্রনে ৷ নতুন গবেষণায় উঠে এসেছে এরকমই তথ্য ৷
advertisement
5/8
চকোলেট খেলে বাড়বে স্মৃতি শক্তিও ৷ গবেষণায় উঠে এসেছে এরকমই তথ্য ৷ যাঁরা বেশিমাত্রায় চকোলেট খান, তাঁদের স্মৃতি শক্তি অনেক বেশি ৷ এমনকী, ক্রিয়েটিভিটি বাড়াতে ওস্তাদ চকোলেট ৷
advertisement
6/8
শুধু ব্লাড প্রেসার বা স্মৃতি শক্তি নয় ৷ সেক্স লাইফে তুফান তুলতে চকোলেট কিন্তু দারুণ উপকারী ৷ যৌন ক্রিয়াকে দীর্ঘ করে তুলতে সঙ্গমের আগে মুখে ফেলুন চকোলেট !
advertisement
7/8
ত্বকের উজ্জ্বলতা বাড়াতে চকোলেট দারুণ উপকারী ৷ চকোলেট গলিয়ে নিয়ে, ঠান্ডা করে ফেস প্যাক হিসেবে ব্যবহার করতে পারেন ৷ রোদে পোড়া, দাগ তুলতে দারুণ কাজ দেবে চকোলেট ৷
advertisement
8/8
লোকে বলে চকোলেট খেলে নাকি মোটা হয় ৷ গবেষণা কিন্তু অন্য কথা বলছে ৷ চকোলেট খেলে ওজন থাকবে নিয়ন্ত্রণে ৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
World Chocolate Day 2021: চকোলেট খান, বেশিদিন বাঁচুন
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল