Eye After Death: মৃত্যুর পরে কেন খোলা থাকে চোখ? মানুষ কি তখনও দেখতে পায়? কী বলছে বিজ্ঞান
- Published by:Satabdi Adhikary
Last Updated:
চিকিৎসা বিজ্ঞান বলছে, সাধারণত কোনও মানুষ মৃত্যুর ঠিক আগের মুহূর্তে একবার অন্তত তাঁর চোখ মুহূর্তের জন্য খোলেন৷ তাই তা মৃত্যুর পরেও খোলা থাকে। আগে মৃত্যুর পরে চোখ খোলা রাখাকে অশুভ বলে মনে করা হতো এবং সঙ্গে সঙ্গে চোখের পাতা বন্ধ করে দেওয়া হতো।
advertisement
1/8

চিকিৎসা বিজ্ঞান বলছে, সাধারণত কোনও মানুষ মৃত্যুর ঠিক আগের মুহূর্তে একবার অন্তত তাঁর চোখ মুহূর্তের জন্য খোলেন৷ তাই তা মৃত্যুর পরেও খোলা থাকে। আগে মৃত্যুর পরে চোখ খোলা রাখাকে অশুভ বলে মনে করা হতো এবং সঙ্গে সঙ্গে চোখের পাতা বন্ধ করে দেওয়া হতো।
advertisement
2/8
সিনেমায় এমন দৃশ্য আমরা প্রত্যেকেই দেখেছি৷ কোনও ব্যক্তি মারা গেলে, প্রথমেই তাঁর খোলা চোখ বন্ধ করে দেওয়া হচ্ছে। বিজ্ঞানীরা কিন্তু বলছেন, মৃত্যুর কয়েক ঘণ্টা পরেও মানুষের চোখ কর্মক্ষম অবস্থায় থাকে। (news18)
advertisement
3/8
চিকিৎসা বিজ্ঞান অনুযায়ী, মানুষের হৃৎপিণ্ড স্তব্ধ হয়ে গেলেই তাঁর মৃত্যু ঘটে। মস্তিষ্কও কাজ করা বন্ধ করে দেয়। শরীরের সব সিস্টেম থেমে যায়৷
advertisement
4/8
কিন্তু মানুষ মারা গেলে কেন চোখ খোলা থাকে সেটা বড় প্রশ্ন। (news18)
advertisement
5/8
এর পিছনে বৈজ্ঞানিক ব্যাখ্যা জানা থাকলে, মনে আর কোনও কুসংস্কার বাসা বাঁধতে পারবে না। (news18)
advertisement
6/8
আমাদের চোখের পাতা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত হয়। স্নায়ু আমাদের মস্তিষ্কে সংকেত পাঠায়৷ তার মাধ্যমেই আমাদের শরীরে চোখ বন্ধ বা খোলা রাখা নিয়ন্ত্রিত হয়। আমরা যখন বেঁচে থাকি, এটি একটি সিস্টেমের মতো কাজ করে। সেই কারণে, যখন চোখে রোদ পড়ে বা আমরা ঘুমোতে যাই, তখন আমরা আমাদের চোখ বন্ধ করে ফেলি। কিন্তু মৃত্যু হলে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কাজ করা বন্ধ করে দেয়৷ সেই কারণে চোখের পাতা খোলা-বন্ধ হওয়াও আর নিয়ন্ত্রিত হয় না। তাই চোখের পাতা খোলা অবস্থাতেই থাকে৷ (news18)
advertisement
7/8
বেশিরভাগ ক্ষেত্রেই ঘুমন্ত অবস্থায়ও মানুষ মারা যাওয়ার আগে জেগে ওঠে এবং তারপর তাঁদের চোখ খুলে যায়। এমতাবস্থায় মৃত্যুর পরও তার চোখ খোলা থাকে। আরেকটি কারণ হল চোখের সাথে সংযুক্ত পেশী চোখ খোলা ও বন্ধ করার কাজ করে। মৃত্যুর ক্ষেত্রে মস্তিষ্ক মারা গেলে, সেগুলো কাজ করা বন্ধ করে দেয়। (news18)
advertisement
8/8
যদিও এটা বিশ্বাস করা হয় যে মৃত্যুর পর চোখ ৫ ঘণ্টা কাজ করে। কেউ যদি চোখ দান করতে চায়, তবে এই সময়ের মধ্যেই এটি করা উচিত, অন্যথায় ধীরে ধীরে কর্নিয়া নষ্ট হতে শুরু করে এবং তারপর এটি কাজ করা বন্ধ করে দেয়। (news18)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Eye After Death: মৃত্যুর পরে কেন খোলা থাকে চোখ? মানুষ কি তখনও দেখতে পায়? কী বলছে বিজ্ঞান