Healthy Lifestyle: মিলনের সময় সঙ্গীর উত্তেজনা কম, উদ্দাম সুখ থেকে বঞ্চিত আপনি, জানুন সমস্যার সমাধান
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Healthy Lifestyle: মিলনের সময় সঙ্গীর উত্তেজনা চরম পর্যায়ে থাকলে স্বর্গসুখ পাওয়া যায়। কিন্তু সঙ্গীকে উত্তেজিত করার কাজটা আপনার। অনেকে বুঝতেই পারেন না কীভাবে সঙ্গীকে উত্তেজনার শিখরে নিয়ে যাবেন। তবে কয়েকটি পদ্ধতি মেনে চললে এক মিনিটের মধ্যে উত্তেজিত করতে পারবেন সঙ্গীকে।
advertisement
1/7

মিলনের সময় সঙ্গীর উত্তেজনা চরম পর্যায়ে থাকলে স্বর্গসুখ পাওয়া যায়। কিন্তু সঙ্গীকে উত্তেজিত করার কাজটা আপনার। অনেকে বুঝতেই পারেন না কীভাবে সঙ্গীকে উত্তেজনার শিখরে নিয়ে যাবেন। তবে কয়েকটি পদ্ধতি মেনে চললে এক মিনিটের মধ্যে উত্তেজিত করতে পারবেন সঙ্গীকে।
advertisement
2/7
মেয়েদের শরীরে ঘাড়ের পিছনের অংশ খুব সংবেদনশীল হয়। এটাই সবচেয়ে টার্নিং অন জায়গা। ছেলেরা এই জায়গার উপর খুব অল্পই সময় দেয়। কিন্তু শুধু এখানে স্পর্শ করেও একজন নারীকে দ্রুত উত্তেজিত করা সম্ভব।
advertisement
3/7
কানে হালকা স্পর্শ বা চুমু অনেক বেশি উত্তেজিত করে দেয় মেয়েদের। কানের উপর আস্তে আস্তে নিঃশ্বাস ফেললেও পাগল হয়ে যায় সে। কানের চারপাশে হাল্কা কামড় বা লিক করতে পারেন। কিন্তু কানের ছিদ্রে নয়, এটি মেয়েদের জন্যে একটা টার্ন অফ।
advertisement
4/7
নারীকে দ্রুত উত্তেজিত করেত আসল জায়গা স্পর্শ না করেও তার আশে পাশে উরুতে স্পর্শ করেই তাকে হর্নি করে দিতে পারেন। হাত এবং মুখ কাজে লাগান। কিন্তু আসল জায়গায় যাওয়ার আগে সরে আসুন। দেখবেন সঙ্গী আরও উত্তেজিত হবে।
advertisement
5/7
পিঠ, বিশেষ করে পিঠের নিচে, কোমরের দিকের অংশ, মেরুদণ্ড এইসকল জায়গাও মেয়েদের খুবই সংবেদনশীল হয়। এই সব জায়গা মিলনের সময় স্পর্শ করলে সঙ্গী চাহিদা আরও বাড়ে।
advertisement
6/7
গলার নিচে, কলার বোনের মেয়েদের খুবই সংবেদনশীল হয়ে থাকে। এই সকল জায়গায় স্পর্শ করলে এতে সে বুঝবে আপনি কতটা চান আপনার সঙ্গিনীকে। আপনার চাহিদা তাকেও আরও হর্নি করে তুলবে।
advertisement
7/7
তবে আপনাকেই বুঝে নিতে হবে এই সকল জায়গাগুলির মধ্যে কোন জায়গায় সবথেকে বেশি শিহরণ জাগছে সঙ্গীর। সেখানেই বারবার স্পর্শ করে যেতে হবে। তাহলের মুহর্তের মধ্যে সঙ্গী উত্তেজিত হবে ও আপনিও সুখ সাগরে ভেসে যাবেন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/স্বাস্থ্য/
Healthy Lifestyle: মিলনের সময় সঙ্গীর উত্তেজনা কম, উদ্দাম সুখ থেকে বঞ্চিত আপনি, জানুন সমস্যার সমাধান