Health Tips: পাঁচ টাকার এই ফলে লাখ টাকার ওষুধ, ব্লাড-সুগার-ওজন- চুল পড়া কমবে অবিশ্বাস্য হারে, লিভার হবে চাঙ্গা, দূর হবে ত্বকের বলিরেখা
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
আয়ুর্বেদ মতে, গ্রীষ্মের দাবদাহে সুস্থ থাকতে সাধারণ এই ফলের জুরি মেলা ভার। শুধু শীতেই নয়, গরমেও কেন খাবেন টক-মিষ্টি এই ফল? পড়ুন
advertisement
1/9

ফালিয়ে লাফিয়ে বাড়ছে তাপমাত্রার পারদ! গরমের দাপটে নানা রোগে আক্রান্ত হচ্ছেন মানুষ। খিদে কমে যাচ্ছে, কমছে কাজ করার এনার্জি। রয়েছে হিটস্ট্রোক ও ডিহাইড্রেশনের ঝুঁকি। আয়ুর্বেদ মতে, গ্রীষ্মের দাবদাহে সুস্থ থাকতে আমলকির জুরি মেলা ভার। শুধু শীতেই নয়, গরমেও কেন খাবেন আমলকি?
advertisement
2/9
ব্লাড সুগার কমায়-- আমলকিতে রয়েছে পলিফেনল ও ফ্ল্যাভোনয়েড-এর মত যৌগ যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে। নিয়মিত আমলকি খেলে ইনসুলিন সেনসিটিভিট উন্নত হয়, ফলে ডায়াবিটিস কমে এবং খাবার পর আচমকা রক্তে শর্করার মাত্রা বেড়ে যায় না।
advertisement
3/9
লিভার ভাল রাখে--আমলকি শরীর থেকে টক্সিন বার করে দেয়। নিয়মিত আমলকি খেলে মদ্যপান ও দূষণের ফলে লিভারে হওয়া ক্ষত অনেকটা কাটিয়ে ওঠা যায়।
advertisement
4/9
ওজন কমায়--আমলকিতে রয়েছে প্রচুর পরিমাণ ফাইবার যা খিদে কমায়, মেটাবলিজম উন্নত করে। ফলে শরীর বেশি ক্যালরি পোড়াতে পারে, ওজন-ও কমে ঝটপট।
advertisement
5/9
চোখ ভাল রাখে-- আমলকিতে আছে ভিটামিন এ ও ক্যারোটিনয়েড যা দৃষ্টিশক্তি ভাল রাখে। ছানি-সহ বয়সের কারণে হওয়া চোখের নানা সমস্যা রোধ করে। অক্সিডেটিভ ক্ষতির হাত থেকেও চোখকে বাঁচায় আমলকি।
advertisement
6/9
ভিটামিনসি-তে ভরপুর-- আমলকি ভিটামিন সি-র ভাণ্ডার যা ইম্যিউনিটি বাড়ায়, সংক্রমণের বিরুদ্ধে শরীরকে লড়তে সাহায্য করে, রোগের প্রকোপ থেকে তাড়াতাড়ি শরীরকে সারিয়ে তোলে। আমলকি অ্যান্টিঅক্সিড্যান্ট যা কোষকে ফ্রি র্যাডিক্যাল জনিত ক্ষতির হাত থেকে বাঁচায়।
advertisement
7/9
হজমশক্তি বাড়ায়-- আমলকিতে রয়েছে প্রচুর পরিমাণ ফাইবার যা হজমশক্তি বাড়ায়, কোষ্ঠকাঠিন্য দূর করে। আমলকি গরমে গ্যাসট্রাইটিস ও বদহজম কমায়।
advertisement
8/9
ত্বক ভাল রাখে-- অতিবেগুনি রশ্মি ও দূষণের থেকে ত্বককে রক্ষা করে আমলকি। নিয়মিত আমলকি খেলে ত্বকে বেশি মাত্রায় কোলাজেন তৈরি হয়, যা ত্বককে বুড়িয়ে যেতে দেয় না, তরতাজা রাখে, বলিরেখা দূর করে।
advertisement
9/9
বিশেষ করে গরমে কেন খাবেন আমলকি-- আমলকি হিটস্ট্রোক, ডিহাইড্রেশন রোধ করে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Health Tips: পাঁচ টাকার এই ফলে লাখ টাকার ওষুধ, ব্লাড-সুগার-ওজন- চুল পড়া কমবে অবিশ্বাস্য হারে, লিভার হবে চাঙ্গা, দূর হবে ত্বকের বলিরেখা