Health Tips: মটরশুঁটির খোসা ফেলে না দিয়ে খান! বহু রোগের যম! উপকার জানলে চমকে যাবেন
- Reported by:Sarthak Pandit
- hyperlocal
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Health Tips: মটরশুঁটির খোসা ফেলে দেন? জানুন কী ভুলটাই না করছেন! মটরদানার মতো সেটির খোসারও কিন্তু অনেক পুষ্টিগুণ রয়েছে।
advertisement
1/8

শীতের সময় বাজারে একাধিক সবজির সম্ভার দেখতে পাওয়া যায়। এখন বাজারে মিলছে মটরশুটি। অনেকে খোসাসমেত মটর এনে খোসা ছাড়িয়ে সংরক্ষণ করেন।
advertisement
2/8
অভিজ্ঞ পুষ্টিবিদ চিকিৎসক দিব্যা নাজ জানান, মটরশুটির খোসা ফেলে দেন অনেকেই। তবে মটরদানার মতো সেটির খোসারও কিন্তু অনেক পুষ্টিগুণ রয়েছে।
advertisement
3/8
ত্বক, চোখ, দাঁত, রোগ প্রতিরোধ ক্ষমতা, প্রজনন ক্ষমতা, শারীরিক বিকাশের জন্য দারুণ গুরুত্বপূর্ণ উপাদান ভিটামিন-A। তাই এজন্য মটরশুটির খোসা উপকারী।
advertisement
4/8
হাড়ের স্বাস্থ্য ভাল রাখতে কার্যকরী ভূমিকা রাখে মটরশুটি খোসায় থাকা ভিটামিন-K। অস্টিওপোরোসিস এবং রক্ত জমাট বাঁধার সমস্যাতে কাজে লাগে এই ভিটামিন।
advertisement
5/8
মটরশুটি খোসায় থাকা ভিটামিন-B6 মানব মস্তিষ্কের বিকাশ, স্নায়ুতন্ত্র এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে উন্নত করে তুলতে অনেকটা সাহায্য করে থাকে।
advertisement
6/8
মটরশুটির খোসায় থাকা ফোলেট নতুন লোহিত রক্তকণিকা তৈরি করতে, ডিএনএ সিন্থেসিসের জন্য, ক্ষতিগ্রস্ত কোষের মেরামতির জন্য অনেকটা জরুরি।
advertisement
7/8
মটরশুটির খোসায় থাকা ম্যাগনেসিয়াম ও আয়রন শরীরের পেশি এবং স্নায়ুর কাজ নিয়ন্ত্রণ করে। এছাড়া লোহিত রক্তকণিকার উৎপাদন থেকে ঠিক রাখে।
advertisement
8/8
তবে অতিরিক্ত কোনোও কিছুই খাওয়া ভাল নয়। প্রতিদিন যদি কেউ মটরশুটির খোসা খেতে শুরু করেন। তবে পেট ফাঁপা এবং হজমের সমস্যাও দেখা দিতে পারে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Health Tips: মটরশুঁটির খোসা ফেলে না দিয়ে খান! বহু রোগের যম! উপকার জানলে চমকে যাবেন