Health Tips: বিছানায় শুয়ে একশো থেকে এক গুনুন! উপকার চমকে দেবে! জানুন চিকিৎসকের মত
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Sarthak Pandit
Last Updated:
Health Tips: একাগ্রতা বাড়িয়ে তুলতে ও মনের উপর নিয়ন্ত্রণ রাখতে বুদ্ধির গোড়ায় শান দিতে হয়। এরজন্য বেশ কিছু কাজ করা প্রয়োজন।
advertisement
1/7

শুয়ে শুয়ে ফোনে চোখ রাখলে আক্ষরিক অর্থে কাজ থেকে মুক্তি পাওয়া যায়। কিন্তু চোখ, মাথার বিশ্রাম হয় না। কায়িক পরিশ্রম না হলেও শক্তিক্ষয় হতেই থাকে।
advertisement
2/7
অভিজ্ঞ মনোবিজ্ঞান চিকিৎসক সুদর্শন মজুমদার জানান, "একাগ্রতা বাড়িয়ে তুলতে ও মনের উপর নিয়ন্ত্রণ রাখতে বুদ্ধির গোড়ায় শান দিতে হয়।
advertisement
3/7
ক্যালকুলেটর দূরে সরিয়ে মস্তিষ্ককে হিসাব করার প্রশিক্ষণ দিলে ভাল হয়। এরজন্য জটিল অঙ্কের সমাধান করার প্রয়োজন নেই। সহজ অংক দিয়েও হয়।
advertisement
4/7
শুয়ে শুয়ে একটানা ফোন না ঘেঁটে ‘রিভার্স কাউন্টিং’ অভ্যাস করা ভাল। একশো থেকে একে ফিরে আসতে হবে। তবে সেটা একেবারে নির্ভুল হওয়া চাই।
advertisement
5/7
অনেকে বই পড়েন। তবে মনে মনে পড়লে চলবে না। মুখে আওয়াজ করে, দ্রুততার সঙ্গে নির্ভুল ভাবে পড়তে হবে। এই পন্থা একাগ্রতা বাড়িয়ে তোলে।
advertisement
6/7
অবসর সময়ে ছবি আঁকা ভাল। হাতের কাছে খাতা-পেন থাকলে মনের ভাব সেখানে ফুটিয়ে তুলতে পারেন। নকশা, আলপনা, গাছ, ফুল যা খুশি আঁকা যেতে পারে।
advertisement
7/7
কারণ ছাড়াই পুরনো সিনেমা বা দূরসম্পর্কের কোনও এক আত্মীয়ের নাম মনে করার নির্দেশ দিতে পারেন মস্তিষ্ককে। এভাবে মস্তিককে কাজ করাতে হবে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Health Tips: বিছানায় শুয়ে একশো থেকে এক গুনুন! উপকার চমকে দেবে! জানুন চিকিৎসকের মত