Calcium: ক্যালসিয়ামের ভাণ্ডার এই গাছ! ২-১ দিনের ব্যবহারে ঝলমল করে ত্বক, গরমে জব্দ ডায়রিয়াও, চিনে নিয়ে আজই ঘরে আনুন
- Published by:Shubhagata Dey
- local18
- Reported by:Trending Desk
Last Updated:
Calcium: গাছকে সূর্যের অতিবেগুনি রশ্মির হাত থেকে মুখ, বা হিট র্যাশ থেকে এবং সানস্ট্রোক থেকে রক্ষা করার জন্য ব্যবহার করা হয়।
advertisement
1/7

*প্রাচীনকাল থেকেই আমাদের দেশে চিকিৎসার জন্য আয়ুর্বেদ পদ্ধতিকে সর্বোত্তম বলে মনে করা হয়। আজও, এমন অনেক রোগ আছে যা ভেষজ এবং ঔষধি গাছ ব্যবহার করে চিকিৎসা করা হয়।
advertisement
2/7
advertisement
3/7
*শাল্মলী ফুল দেখতেও খুব সুন্দর। এই গাছকে সূর্যের অতিবেগুনি রশ্মির হাত থেকে মুখ, বা হিট র্যাশ থেকে এবং সানস্ট্রোক থেকে রক্ষা করার জন্য ব্যবহার করা হয়। সংগৃহীত ছবি।
advertisement
4/7
*রায়পুরের সরকারি আয়ুর্বেদিক কলেজের সহকারী অধ্যাপক ড. রাজেশের সঙ্গে এর ঔষধি গুণাবলী সম্পর্কে কথা বলে। এই আলোচনায় তিনি জানান যে, আয়ুর্বেদিক ওষুধের জন্য শাল্মলী গাছ খুবই কার্যকর বলে বিবেচিত হয়। এর এমন কিছু গুণ রয়েছে যা অন্য অনেক গাছে পাওয়া যায় না। সংগৃহীত ছবি।
advertisement
5/7
*এই গাছের কাঁটা খুবই উপকারী। তিনি বলেন, এর কাঁটা পাথরে ঘষে জল দিয়ে পেস্ট তৈরি করা হয়। এই পেস্টটি মুখে লাগালে মুখ থেকে ছোট ছোট ব্রণর দাগ দূর হয়ে যাবে। এছাড়া এর ব্যবহারে আমাদের শরীর ও মুখের রঙ উজ্জ্বল হয়ে ওঠে। শাল্মলী গাছ থেকে যে আঠা বের হয়, তাকে মোচারাস বলে। এটি দুটি উপায়ে ব্যবহার করা যেতে পারে। সংগৃহীত ছবি।
advertisement
6/7
*ড. রাজেশ বলেন, মোচারাস ক্যালসিয়াম বাইন্ডার হিসাবে, অস্টিওপরোসিস প্রতিরোধে ব্যবহৃত হয় এবং অনেকে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতেও এটি ব্যবহার করে। সংগৃহীত ছবি।
advertisement
7/7
*শাল্মলী পাতা থেকে যে ক্বাথ তৈরি করা হয়, তা ডায়রিয়া রোগীদের জন্য উপকারী। শাল্মলী ফুল দেখতেও খুব সুন্দর। এটি হিটস্ট্রোক প্রতিরোধেও সাহায্য করে। এর পাতা থেকে পাউডারও তৈরি হয়। পাউডারের শরবত বানিয়ে সেবন করলে এটি গরমে হিট স্ট্রোক থেকে বাঁচায়। সংগৃহীত ছবি।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Calcium: ক্যালসিয়ামের ভাণ্ডার এই গাছ! ২-১ দিনের ব্যবহারে ঝলমল করে ত্বক, গরমে জব্দ ডায়রিয়াও, চিনে নিয়ে আজই ঘরে আনুন