Health Tips:মাইগ্রেনকে সাধারণ মাথাব্যথা ভেবে ভুল করবেন না...কোন কোন উপসর্গ মাইগ্রেনের জানান দেয়? পড়ুন
- Reported by:Tanmoy Mondal
- hyperlocal
- Published by:Rukmini Mazumder
Last Updated:
প্রচণ্ড মাথা ব্যথা, সঙ্গে বমি বমি ভাব কিংবা মাথার এক পাশ থেকে শুরু হয়ে গোটা মাথায় ছড়িয়ে পড়া অসম্ভব যন্ত্রণা, সঙ্গে জ্বর... এটি সাধারণত মাইগ্রেনের উপসর্গ
advertisement
1/7

অফিসের চাপে হোক কী পড়াশোনার চাপে পড়ে অনেকেই কমবেশি মাথাব্যথায় ভোগেন। এটা সাধারণ ব্যাপার! কিন্তু সব মাথাব্যথা সাধারণ নয়! এর মধ্যে রয়েছে মাইগ্রেন। কীভাবে বুঝবেন, আপনার মাথাব্যথা সাধারণ ব্যথা নাকি মাইগ্রেন?
advertisement
2/7
নিউরোলজিস্ট ডাঃ সন্দ্বীপ চক্রবর্তী বলছেন, মাথাব্যথা সাধারণত চাপ বা স্ট্রেসজনিত কারণে হয়। কিন্তু মাইগ্রেন একটি নিউরোলজিক্যাল ডিসঅর্ডার। এতে মাথার এক পাশে তীব্র ব্যথা হয়, সঙ্গে বমি। আলো ও শব্দের কাছাকাছি এলেই অসহ্য অস্বস্তি দেখা দিতে পারে। একে সাধারণ মাথাব্যথার সঙ্গে গুলিয়ে ফেলা উচিৎ নয়।
advertisement
3/7
সাধারণ মাথাব্যথার লক্ষণ হল মাথার দু’পাশে চাপ বা ভারী ভাব, কপাল ও ঘাড়ে টান, মানসিক চাপ বা ঘুমের অভাবে ব্যথা বাড়া। এই ব্যথায় আলো বা শব্দে অস্বস্তি বাড়ে না। বিশ্রাম ও সাধারণ ওষুধেই এই ব্যথা কমে যায়।
advertisement
4/7
মাইগ্রেনকে আন্তর্জাতিকভাবে একটি নিউরোলজিক্যাল রোগ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। মাইগ্রেনের লক্ষণ মাথার এক পাশে তীব্র ধকধকে ব্যথা, আলো, শব্দ বা গন্ধে অসহ্য অনুভূতি, বমি বা বমি বমি ভাব যা কয়েক ঘণ্টা থেকে কয়েক দিন পর্যন্ত ব্যথা স্থায়ী হতে পারে। স্বাভাবিক ভাবে সাধারণ ওষুধে এই মাথা ব্যথা কমে না।
advertisement
5/7
মাইগ্রেন ও সাধারণ মাথাব্যথা দুটি আলাদা মেডিক্যাল কন্ডিশন। দু’টির ব্যথার ধরন, আক্রমণের প্যাটার্ন একেবারেই আলাদা। কখন বুঝবেন, আপনাকে ডাক্তারের দ্বারস্থ হতে হবে?
advertisement
6/7
চিকিৎসকদের মতে, যদি মাসে বারবার মাথা ব্যথা হয়, ব্যথার সঙ্গে বমি বা চোখে ঝলকানি দেখা দেয়, আলো বা শব্দ সহ্য না হয়, সাধারণ ওষুধে ব্যথা না কমে, তবে দেরি না করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।
advertisement
7/7
সাধারণ মাথাব্যথা সাময়িক সমস্যা হলেও, মাইগ্রেন একটি দীর্ঘমেয়াদি নিউরোলজিক্যাল অসুখ। মাইগ্রেনের লক্ষণ বুঝলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Health Tips:মাইগ্রেনকে সাধারণ মাথাব্যথা ভেবে ভুল করবেন না...কোন কোন উপসর্গ মাইগ্রেনের জানান দেয়? পড়ুন